নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

তবুও বেঁচে আছি

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

আত্নত্যাগের শেষ সীমায় পৌঁছে গেছি হয়তো
কারণ আজ আমি ক্লান্ত
স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে আর শান্তনা পাইনা
নিজের সর্বস্ব বিক্রি করে কিছুই পাইনি আমি
পেয়েছি এক পাহাড় বঞ্চনা।
নরকের শাস্তির মত একটি শকুন
ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে যায় হৃদপিন্ড
একচিলতে সুখ এলেই হায়েনার দল
ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে যায় পর্বতসমান যন্ত্রণা
সুপরিচিতা আমি এইরকমভাবেই বেঁচে আছি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩০

শাহিন-৯৯ বলেছেন:




সুপরিচিতা আমি এরকমভাবেই বেঁচে আছি।
জগৎ সংসারে অশান্তি যন্ত্রণার বেশিভাগ মনে হয় এই সুপরিচিতাদের জন্য হয়ে থাকে, এরা বড্ড স্বার্থপর, যতক্ষণ চিনি আছে ততক্ষণ আছে, চিনি শেষ এরা নিরুদ্ধেশ।

"ছেলেটি বাদাম ছিলিতেছিল মেয়েটি বাদাম খাইতেছিল, বাদাম শেষ মেয়েটি নিরুদ্দেশ"

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৭

প্রজ্জলিত মেশকাত বলেছেন: সত্যি তাই শাহিন ভাই।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: বেঁচে থাকাটাই অনেক বড় কথা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৭

প্রজ্জলিত মেশকাত বলেছেন: সত্য কথা।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: বেঁচে থাকুন ভাই। এসব বেঁচে থাকারই অংশ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৫

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ হাফেজ আহমেদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.