নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।
হয়তো আসবে কোনদিন
কাংখিত এক জীবন
নয়তো হবে শেষ অপূর্ণতায়
তবু চেয়ে থাকি অলৌকিকতার ইলিউশনে।
শৃঙ্খলিত চেতনা স্নান করবে মুক্তির অবগাহনে
বক্ষ প্রসারিত হবে জিঞ্জির ভেদ করে
কৃতজ্ঞতায় ভেসে যাবে অপ্রাপ্তি
আর অস্তিত্ব, সংকীর্ণতার যত বিশাদ।
চেয়ে থাকি অপার বিস্ময়ে
চেয়ে থাকি কংক্রিটের দেয়াল ভেদ করে
অপেক্ষা করে থাকি অনিশ্বেষ
কোন এক বিমুগ্ধ ইলিউশনে।
জন্ম নেয় কিছু হতাশার পংক্তিমালা
জন্ম নেয় কিছু জন্ম জন্মান্তরের নেতিবাচকতা
জন্ম নেয় কিছু অর্থহীন উপাক্ষান;
হয়তো ফুরোবে কোনদিন এই অপেক্ষা।
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৯
প্রজ্জলিত মেশকাত বলেছেন: সত্যি তাই।
২| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৯
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ প্রিয় মানুষ।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭
নার্গিস জামান বলেছেন: সুন্দর
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৮
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ।
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৯ ভোর ৪:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হয়তো আসবে কোনদিন
কাংখিত এক জীবন
নয়তো হবে শেষ অপূর্ণতায়
......................................................
সকলের জীবনের প্রথম সকাল দোদুল্যমান
তাই বলে জীবনের সংগ্রাম থেমে থাকে না ।