নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নভংগ

২৬ শে নভেম্বর, ২০১৯ ভোর ৪:০৬

তবুও মৃত স্বপ্নেরা জেগে উঠে
শবযাত্রার আগে আরেকবার।
কল্পিত আকাশে মেঘফুল হয়ে জেগে উঠে
একরাশ ছন্দহীন পংক্তিমালা।
বিগত জন্মের পাপ এসে জাপটে ধরে
শক্ত করে অসুরের মত।
সে পাপ ভুল স্বপ্ন দেখার
ভুল জাগরণ আর ভুল মানুষকে ভালবাসবার।
অসহ্য মনে হয় নাগরিক জীবন
নগরীর শব্দগুলো হয়ে উঠে
জেটের কর্কশ শব্দ,
সংগীতের আওয়াজ অসহ্য মনে হয়।
তবুও জেগে উঠতে হয় আরেকটি প্রভাতের ইশারায়;
উষ্ণ অনুরাগে নয়,
সত্তা বহন করার নগ্ন দায়ে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ ভোর ৪:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবুও জেগে উঠতে হয় আরেকটি প্রভাতের ইশারায়;
উষ্ণ অনুরাগে নয়,
সত্তা বহন করার নগ্ন দায়ে।

........................................................................
জীবন তো বহমান, তাই চলতে হবে সকল দায় নিয়ে ।

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


স্বপ্ন ও আশারা বারবার ফিরে আসে

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ওয়েলকাম ব্যাক গাজী কাকু। বারবারই ফিরে আসে।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

২৬ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৯

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সুন্দর

২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ আপু।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৪

আসোয়াদ লোদি বলেছেন: হৃদয়ের আর্তিতে স্বপ্নভঙ্গের অনিন্দ্য শব্দ-বিন্যাস।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ।

৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১০

এ এইচ বাকী বলেছেন: চমৎকার শব্দ চয়ন। নিরন্তর শুভ কামনা রইল।

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২০

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.