নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।
"#আমি সবার কাছে বিচার চাই,
কেন থানার OC আমার গায়ে হাত তুলল?"
এটা আমার মেডিকেলের বড়ভাই, শেরেবাংলা মেডিকেল কলেজের ৩০তম ব্যাচের লুতফর ভাইয়ের ২৬ তারিখের স্ট্যাটাস। লুতফর ভাই জামালপুর সদর থানার UHFPO এবং এনেস্থেসিয়ার কন্সাল্টেন্ট। অতিশয় ভদ্র একজন #Radically Honest মানুষ। ২০০২ সাল থেকেই বিএনপির আমলে ক্যাম্পাসের বাইরে ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন লড়াকু সৈনিক হবার জন্যে। বাইরের কারো জন্যে ক্যাম্পাসের বাইরে বাধ্য হয়ে থাকা অনেকটা জেল খাটার মতোই। আর এই আমলে এসে সামান্য চতুর্থ শ্রেনীর সিপাহী থেকে উঠে আসা #Bastard ওসি তাকে থানায় ডেকে নিয়ে চরমভাবে শারীরিক নির্যাতন করেছে।
#একজন ডাক্তার, একজন বিসিএস ক্যাডার, একজন নির্যাতিত ছাত্রনেতার এই পরিনতির জন্যে দায়ী কে?? এর দায়ভার কার? একজন সামান্য সিপাহী থেকে উঠে আসা ওসির এত্তো নগ্ন, নিকৃষ্ট আচরণের জন্যে আমাদের কি করা উচিত? দিন বদলের স্লোগান নিয়ে ক্ষমতায় আসা বংগবন্ধুর আদর্শের সরকার এর কি বিচার করবে?? এদের এতো নগ্ন- নিকৃষ্টতম সাহসের উৎস কোথায়।
অবিলম্বে এর কঠোরতম বিচার হোক। #Bastard ওসির সাসপেনশন, বিভাগীয় তদন্ত ও বিচার, ওর দূর্নীতির সব সম্পদ খুঁজে বের করে ওর শাস্তির ব্যবস্থা করা এবং দূর্নীতির সব তথ্য বের করে মামলা না হওয়া পর্যন্ত ওকে সাসপেনশনে রাখা হোক।
আজ সময় এসেছে শুধু ডাক্তার সমাজ নয়, সকল ক্যাডার এসোসিয়েশনের এক হয়ে কাজ করা। নইলে সমাজের এই নষ্ট কিটগুলো শুধু ডাক্তারদের নয়, কোন পেশাজীবীই বাদ থাকবেনা। এদের থেকে কেউ নিরাপদ নয়।
#আইজিপি মহোদয়কে অনুরোধ করবো এদের থামানোর এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্যে। নইলে এই ফ্রাঙ্কেন্সটাইনগুলো পুরো সমাজকেই খেয়ে ফেলবে। আর আগের proposition অনুযায়ী নতুন পুলিশ ক্যাডারদের অফিসার ইন চার্জ পোস্টে বসানো। কারণ তারা ম্যানার জানে। মানুষকে সম্মান করতে জানে। ৪২৫ টি থানায় কমপক্ষে ৩৭৫টা ব্ল্যাক মাম্বা বসে আছে। হয়তো ৫০ জন ভিন্ন।
#মাননীয় প্রধাণমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন, আমাদের সম্মানজনকভাবে বাঁচার ব্যবস্থা করুন। এর কঠোরতম বিচার করুন। আমরা পৃথিবীর এই pandemic situation এ সীমিত resource নিয়ে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি মানবতাকে বাঁচানোর জন্যে। আমি ব্যক্তিগতভাবেই হসপিটাল থেকে দুইবার কোভিড আক্রান্ত হয়েছি। দ্বিতীয়বার কোভিড নিউমোনিয়ায় মৃত্যুর দ্বারপ্রান্তে চলে গিয়েছিলাম। কেন জানিনা রোগাক্রান্তের পর থেকে anterograde amnesia হয়। এর কোন ব্যাক্ষা বা সমাধান খুঁজে পাচ্ছিনা। লিখে লিখে কাজ করতে হয়। এক মুহূর্তেই সামনে করতে যাবার বিষয় ভুলে যাই।
সারাপৃথিবীতে একটা যুদ্ধাবস্থা চলছে। এর ফাইনাল ফ্রন্টিয়ার আমরা ডাক্তাররা। আর আমাদের একজন কর্মকর্তা যখন সামান্য সিপাহী থেকে উঠে আসে ওসির কাছে নির্মম প্রহার এবং নির্যাতনের স্বীকার হয়, তখন সরকারী চাকুরীর সকল ইচ্ছে হারিয়ে যায় এবং রাষ্ট্রযন্ত্রের প্রতি প্রচন্ডতম ক্ষোভ আর ঘৃণার সৃষ্টি হয়।।
এর আগে এডমিনের একজনের সাথে রাস্তায় এক bastard #ওসি খারাপ আচরণ করলে, বিচারের উন্নতি না দেখে ওই বিসিএসের এডমিন ক্যাডার এসোসিয়েশনের সকলে একযোগে পদত্যাগপত্র জমা দেয়। জনপ্রশাসন নড়ে উঠে। ফলশ্রুতিতে bastard #ওসিকে সঙ্গে সঙ্গে suspend করে তার নিকুচি গোষ্ঠী উদ্ধার করে সঠিক প্রক্রিয়ায় চরমতম বিচার করা হয়। সেই ওসি এখনো জেলের চারদেয়ালে বন্দি। আর কপর্দকের কিচ্ছু বাকি নেই।
কিন্তু আমরা ডাক্তাররা, বিশেষ করে আমাদের তৈল মর্দনকারী ঘৃণ্য নেতারা অমেরুদণ্ডী কেঁচো প্রজাতির প্রাণী। এদের জন্মই হয়েছে তৈল মর্দনের জন্যে। কিন্তু আমাদের তরুণদের এবং বিবেকবান স্বল্প সংখ্যক নেতাদের জাগতে হবে। কারণ এই সমাজে, "যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন।"
২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৩
প্রজ্জলিত মেশকাত বলেছেন: আমার সাথে হতেই পারে। কিছু ক্ষেত্রে ক্রোধ প্রশমনের ক্ষেত্রে এর কোন বিকল্প খুঁজে পাইনা। কিন্তু কি করবো স্যার? এদেশে নিয়মতান্ত্রিক প্রতিবাদের কোন মূল্য নেই। বন্দুকের নলের মুখে টিকে থাকা সরকারের প্রতিও এটা একটা ক্রোধ। আমিইতো পারি, ভর্তি থাকা কোন এস আই লেভেলের কাউকে ভুল ঔষধ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করতে। কিন্তু মানুষের ক্ষতি করার জন্যে আমার জন্ম হয়নি। মিডলেভেল হিসেবে অর্থোপেডিক্স এ ২৪ ঘন্টা ডিউটি চলাকালীন সময়ে রাত ১২।৩০ মিনিটে দৌড়ে নিজের রক্ত দিয়েছি। আমার আন্তরিকতা দেখে ব্লাড ব্ল্যাংক থেকে আরো ১ ব্যাগ ব্লাড কোন চার্জ ছাড়াই দিয়েছে। আমি পকেট থেকে টাকা বের করেছি কারণ সরকারী চার্জ। তখন দ্বায়িত্বশীল বলেছেন, স্যার আমি মানি রিসিট দিলাম না। সব পরীক্ষা করে দিলাম। আপনি সাইন করলেই হবে। এও বলে এই রোগীর আরো ব্লাড লাগলে আপনার কার্ড দিয়ে পাঠিয়ে দিলাম। কথাগুলো বলতে বাধ্য হলাম। আমিতো নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় পর্যন্ত দেইনা। পুরো ব্লগ পড়লে আপনি বুঝবেন না আমার পেশা ডাক্তারী।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৩৯
এমেরিকা বলেছেন: সরকারী ইউনিফর্ম গায়ে দিয়ে যারা প্রকাশ্যে হাত ভেঙে দেবার হুমকি দিতে পারে, তাদের জন্য এসব কোন ব্যাপার?
২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১২
প্রজ্জলিত মেশকাত বলেছেন: সহমত।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি দুইবার এসেছে। এডিট করে ঠিক করে নিবেন।
১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১২
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ গুরু, আমার ব্লগ পড়ার জন্যে। এডিট করে নিয়েছি।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৬
মেহেদি_হাসান. বলেছেন: অন্যায়ভাবে নির্যাতিত হলে নির্যাতন কারীর অবশ্যই শাস্তি হওয়া উচিত আপনারা সুষ্ঠুভাবে আন্দোলন করুন।
১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২০
প্রজ্জলিত মেশকাত বলেছেন: সহমত। আপনি আমার ব্লগ পড়লে দেখবেন, যেকটা অল্প পোস্টই করেছি, কোথাও আমি আমার কমিউনিটি বা ব্যক্তি বা দলের পক্ষে সাফাই গাইনি। ধন্যবাদ আমার ব্লগ পড়ার জন্যে। এমনকি আমি আমার পেশা নিয়েও কোনদিন পোস্ট দেইনি। মানুষের জীবন খুবই ক্ষুদ্র। আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব দ্বায়িত্বতের বাইরে গিয়েও মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করি। কোনদিন বলিনা। বলতে চাইওনা। "The most practical way to love God, is to love the fellow human beings." Patanjali; 200 BC.. ভালো থাকবেন নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৬:০৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: অন্যায় ভাবে নির্যাতিত হলে নিয়মতান্তিকভাবে প্রতিবাদ করা উচিত ।কঠোর শাস্তির দরকার নাই, সঠিক শাস্তি হউক।
কিন্তু এই ভাবে গালাগালি করা কিন্তু ঠিক না,যেহেতু অন্যায়টা আপনার সাথে হয় নাউ।এই জন্য আবার বিপদে না পরেন।