নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছিন্ন ভয়

০২ রা জুন, ২০২১ রাত ৩:৪০



আমি হেরে যাই
হেরে কিছু বিচ্ছিন্ন
আর কিছু জমাটবাঁধা
আবেগের কাছে।
আমি হেরে যাই অন্ধকারের
মধ্যে লুকিয়ে থাকা চোরাবালিতে;
হেরে যাই আর হারাই
শুধুই হারাই কোন এক
অজানা অরণ্যে।
আমি ছিটকে পড়ি
শুধুই পড়ে যাই
কোন এক অশ্লীল
পুরোনো কারাগারে।
একদিন জিততে চেয়েছিলাম
জয়ের আনন্দে বিহ্বল হয়েছিলাম
কিছু স্বপ্ন আর প্রাপ্তি নিয়ে;
আজ আর কোন স্বপ্নজাল বুনিনা
কারণ সেটা হয়তো মরীচিকা হয়ে যাবে
আবার কুৃৃঁড়ে খাবে
এই আর্তনাদের ভয়ে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২১ সকাল ৯:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই জুন, ২০২১ রাত ৯:৩৫

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ বাঙ্গালী।

২| ০২ রা জুন, ২০২১ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

০৩ রা জুন, ২০২১ রাত ১:২৬

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ গুরু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.