নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।
জীবনে চলার পথে নেকড়ে, শকুন, হায়েনা, হাঙর, বাজপাখি আসবেই
এটাই কি স্বাভাবিক জীবনের অংশ নয়!
কখনো পাশ কাটিয়ে আবার কখনো কৌশলে
আবার কখনোবা সর্বস্ব স্বত্ত্বা দিয়ে যুদ্ধ করে সামনে এগুতে হয়।
কিন্তু! যখন সারাজীবন আপনার চেয়ে আপন, বন্ধুর চেয়ে বড় বন্ধু
আর ঈশ্বরের পরের অবস্থানে রাখা কাউকে পাওয়া যায় নির্দয় অপব্যবহারকারী হিসেবে;
যার জন্যে জীবনের সর্বস্ব ত্যাগ এবং বন্ধক দেওয়া হয়েছে,
তাকেই পাওয়া যায় নিজের কথিত রক্তিয় সম্পর্ককে গুরুত্ব প্রদান করতে
তোমার সবকিছু; সব ত্যাগ, ভালবাসা আর আবেগকে বাজারে নিলামকারী হিসেবে
তখন কেমন লাগে সুপরিচিতা?
যে কখনোই তোমাকে আপন ভাবতে পারেনি;
অথচ তুমি তার জন্যে স্বর্বস্ব বিক্রি করেছো
স্বর্বস্ব বন্ধক দিয়েছো, তাকেই পৃথিবী ভেবেছো
অথচ সে কিছুটা আবেগমিশ্রিত অভিনয়
আর পালিত কুত্তার মতো ভেবেছে তোমাকে;
যখন বুঝতে পারবে তার ব্যক্তিগত স্বার্থ হাসিল
আর! পালিত প্রাণী ছাড়া তুমি কিছুই ছিলেনা
তখন কেমন লাগবে সুপরিচিতা?
তখন কি মনে হবেনা প্যান্ডোরার বাক্সের শেষ আশাটুকুও শেষ?
তখন কি তোমার বক্ষ প্রতিনিয়ত বিদীর্ণ আর ছিন্ন বিচ্ছিন্ন হবেনা সুপরিচিতা?
সুপরিচিতা! আমি এইরকমভাবেই বেঁচে আছি।
তোমাকে ভালবেসে কোন কষ্টই ঘুচলোনা আমার।
১৬ ই জুন, ২০২১ দুপুর ১২:৩৩
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ জটিল ভাই।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০২১ রাত ৯:৪৫
জটিল ভাই বলেছেন:
সুন্দর লিখনশৈলী ও প্রকাশভঙ্গী।