নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

অনন্ত বিচ্ছেদের পঙক্তিমালা

২০ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৬

তোমার বুকে জমে থাকা ক্ষত
বুঝতে পারিনি আমি
নিজের কষ্টের নষ্টে মগ্ন ছিলাম
তাইতো সামিল হয়েছি
হয়তো সেই ক্ষতদানকারীদের মিছিলেই।
ভুলতে পারবোনা সেই দিনগুলো
আসবেনা ফিরে কোনদিন
কিছু অশ্রুফোটা জমা থাকবে চিরদিন;
সেই কথায় শেষ কথা হবে
কোনদিন ভাবিনি আমি
আজো ভাবতে পারিনা ঠিক তেমনি।
কতো রাত জেগে কথা বলা
জীবনের অনিঃশ্বেষ গল্প বলা
অনিশ্চিত ভবিস্যতের কল্পিত জীবন
আর ছিলো কিছু ছেলেমানুষি।
ছিলো কিছু মাকড়শার জালবোনা স্বপ্ন
কিছু ছিলো নিতান্তই হেয়ালিপনা;
আর ছিলো আমার উপর ক্রমান্বয়ে
নির্ভরশীল হয়ে পড়ার অব্যক্ত আখ্যান।
কোন এক ঝড়ের রাতে সেই প্রদীপ,
সেই প্রদীপই হয়ে যায় নিভু নিভু;
আমি কখনো চাইনি দূরে ঠেলে দিতে
চাইনি বিচ্ছেদ, চাইনি দূরত্ব।
তুমি জৈব অস্তিত্ব ত্যাগ করার দুইদিন
হ্যাঁ, মাত্র দুইদিন আগে ভেবেছিলাম
তোমাকে একবার ফোন করে সব ঠিক করি;
কিন্তু নিয়তির নির্মমতায় সেটা হয়ে উঠেনি।
আজ একবছর পর ভাবছি আর কাঁদছি
কি হারিয়েছি আমি;
কতোটা গোছানো হতে পারতো আমাদের এই জীবন
কিন্তু গোধূলী লগনে ফোঁটা সেই কাঁশফুল
হারিয়ে গেলো কোন এক বিষঢালা রাত্তিরেই।
তুমি রয়ে যাবে আমার মনে
আমারই নগন্য প্রতিক্ষায়
জীবনের ওপারে হয়তোবা আবার
দেখা হবে দুজনায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.