নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

প্রজ্জলিত মেশকাত

আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।

প্রজ্জলিত মেশকাত › বিস্তারিত পোস্টঃ

বিস্ময় আর সমমর্মিতা

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১:০৩

আজ রাত ১১.৩০ এ বাইরে বের হলে হঠাৎই অপ্রত্যাশিতভাবে বাইক থেমে যায়। অনেক্ষণ চেষ্টার পর বুঝতে পারলাম অকটেন শেষ হয়ে গেছে। আশেপাশে খুচরা যে দোকানগুলোতে পেট্রোল বিক্রি হতো সেগুলো সব বন্ধ। তারপর বেশকিছুদূর হেঁটে ডিসপেন্সারি থেকে ঔষধ নিলাম। এখন বাইকতো শহরের রাস্তায় ফেলে রাখা যাবেনা। বাধ্য হয়ে রিক্সায় চেপে বসলাম। যেতে যেতে রিক্সাওয়ালার সাথে টুকটাক কথা বলছিলাম। ওর ভাষায় ময়মনসিংহ/ নেত্রকোনার একসেন্ট। আমি প্রথমে আমলে নেইনি। প্রথম যে পাম্পটির আশায় ছিলাম সেটা বন্ধ। তার বেশকিছু পথ দূরে আরেকটা পাম্প। খোলা পেট্রোল দিবেনা। অনেক অনুরোধের পর একশো টাকার অকটেন দিলো। হাফ ছেড়ে বাঁচলাম। এরপর আপডাউন নেওয়া রিক্সায় আবার বাইকের জায়গায় ফেরত আসছি। ছেলেটার সাথে কথা বলছি। জিজ্ঞেস করলাম কোথায় থাকে। পাশেই একটা জায়গার কথা বললো। তারপর জিজ্ঞেস করলাম গ্রামের বাড়ি। বললো, "সেটা শুনে কি করবেন।" আমি নাছোড়বান্দা। বললাম যেখানেই হোক বলো। তারপর বললো নেত্রকোনার মদন। আমি বললাম নেত্রকোনা বা ময়মনসিংহে না চালিয়ে এখানে আসছো কেন? সে বললো ময়মনসিংহে অনেক পরিচিত লোকজন আর বন্ধুবান্ধব আছে। আমি বিস্মিত হয়ে বললাম, তাতে কি সমস্যা? সে বললো, "সেটাইতো সমস্যা। এইজন্যেই ওখানে অটোরিক্সা চালাতে পারিনা। সবাই দেখে ফেলবে।" তখন বুঝতে পারলাম কোন সমস্যা আছে। আমি বললাম পড়াশুনা কোন পর্যন্ত করেছো? বললো ডিগ্রী পাশ। জিজ্ঞেস করলাম আগে কি করতা? বললো যে একটা কোম্পানির এনিম্যাল হেলথে রিপ্রেজেন্টেটিভ এর চাকরি করতো।

তখনই আমার মাথায় ক্লিক করলো কেন সে এইশহরে রিক্সা চালায়। আমি জিজ্ঞেস করলাম রাজনীতি করতা? প্রথমে ইতস্ততঃ করলো। তারপর বললো হ্যাঁ বললো। জিজ্ঞেস করলাম বিএনপি করতা? ইতস্ততঃ করার পর বললো ,"হ্যাঁ করতাম।" তারপর জিজ্ঞেস করলাম কি হইছে খুলে বলো। বললো, "১৪'র ৫ জানুয়ারির নির্বাচনে ওর গ্রামে গন্ডগোল হইছিলো। তারপর ওকে একনাম্বার আসামি করে মামলা করা হয়। এরপর থেকে পুরো এলাকাছাড়া। এরপর থেকে ছেলেটি পুরো শুদ্ধ একসেন্টে সব কথা বলে গেলো। আমার ভীষণ মায়া হলো। রীতিমতো কান্না চলে এলো। শিক্ষিত একটা চাকুরিজীবী ছেলে আমার শহরে এসে রিক্সা চালাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। আমি বিএনপি করিনা। সমর্থনও করিনা। কিন্তু আমি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে চলে আসছি। এর জন্যে পেশাগতভাবে বিপদেও পড়তে হয়েছে। আমি শেষ পর্যন্ত আমার কার্ড দিয়ে মোবাইল নাম্বারে মিসডকল দিতে বললাম। ছেলেটার নাম জিজ্ঞেস করলাম। আর বললাম, চেষ্টা করবো ওর জন্যে কিছু করার। ছেলেটা কিছুই বললোনা। আমি বেদনাভারাক্রান্ত মনে বাইক নিয়ে চলে এলাম। ভাবছি ছেলেটাকে একটা ফার্মা কোম্পানিতে রিপ্রডাকটিভ এর চাকুরি দেওয়া যায় কিনা। অন্ততঃ সম্মানের সাথে বাঁচতে পারবে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আওয়ামীলীগ বা ছাত্রলীগ করার কারণে বিএনপি সরকার বা ছাত্রদল, শিবিরের রোষানলে পড়াদের করুণ কাহিনী শুনেছেন কখনো?

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৩

প্রজ্জলিত মেশকাত বলেছেন: আপনার কি মনে হয়? কতজন বাস্তুচ্যুত হয়েছিল তখন? দলান্ধদের চেয়ে অন্ধরা উত্তম। জাতি হিসেবে আমরা এটা আশা করিনা। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত সারাদেশে সন্ত্রাস আর ক্যাম্পাসে রক্তপাত লেগেই থাকতো। আর শিক্ষাগনের সর্বস্তরে নকলের মহোৎসব লেগে ছিলো।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৫

কাঁউটাল বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আওয়ামীলীগ বা ছাত্রলীগ করার কারণে বিএনপি সরকার বা ছাত্রদল, শিবিরের রোষানলে পড়াদের করুণ কাহিনী শুনেছেন কখনো?

শাহরিয়ার কবিরকে বোতল থেরাপি পর্যন্ত দেয়া হয়েছিল, সেই হিসাবে এইটা তো কিছুই না।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৩

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ঠিক ঠিক।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১০

সাহাদাত উদরাজী বলেছেন: ুঃখের দেশ বাংলাদেশ।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৫

প্রজ্জলিত মেশকাত বলেছেন: জাতি হিসেবে আমরা এটা আশা করিনা। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত সারাদেশে সন্ত্রাস আর ক্যাম্পাসে রক্তপাত লেগেই থাকতো। আর শিক্ষাগনের সর্বস্তরে নকলের মহোৎসব লেগে ছিলো।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: প্যারা করে লিখুন। তাতে যে লেখাটা পড়বে তার ভালো লাগবে।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৪

প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ ব্লগার গুরু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.