নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মত। আমি অনন্য। পৃথিবীতে আমার মত কেউ ছিলনা, নেই আর কেউ আসবেও না। জন্মের আগেও আমি ছিলাম না। মৃত্যুর পরেও এই নশ্বর পৃথিবীতে আমার কোন অস্তিত্ব থাকবেনা। যা থাকবে তা আমার কৃতকর্ম।
স্বপ্ন ভাঙার মর্মর শব্দে
আমি ঘুমোতে পারিনা আজ
আমি হেঁটে গেছি পৃথিবীর শেষ অবধি
শুধুই স্বপ্নগুলোকে গিলোটিন থেকে বাঁচাবো বলে
আমি পারিনি বাঁচাতে
তাই রোজ রাতে স্বপ্ন ভাঙার
মর্মর শব্দে ঘুম ভেঙে যায় তৃষিত এই আমার।
সুপরিচিতা তুমি কি বলতে পারো
কি করে মৃত স্বপ্নগুলোকে বাঁচাতে পারি!
সারা পৃথিবী তন্ন তন্ন করে
পাইনিকো কোন পথের দেখা
যে পথে আদিগন্ত হেঁটে স্বপ্নগুলোকে পারি বাঁচাতে।
আমি স্বর্বস্ব বন্ধক দিয়ে নয়, বিক্রি করে
যুদ্ধের রসদ জোগাড় করেছি
আমি একদিকে, শুধু একদিক
আমার স্বপ্ন বরাবর যুদ্ধ করে গেছি,
তাকে ধরে রাখতে পারিনি।
সুপরিচিতা তুমি কি বলতে পারো
সর্বহারা আর স্বপ্নহারা এই আমি
কি করে বাঁচবো?
প্যান্ডোরার বাক্সের শেষ আশাটুকুও হারিয়ে গেছে
টিকে আছে শুধু মৃত্যু, জরা আর জীর্ণতা।
সুপরিচিতা, আমি তবুও বেঁচে আছি
এক নতুন ভোরের প্রত্যাশায়।
আরো দুই মুহুর্তের প্রত্যাশায়
বেঁচে থাকি এক সোনালী ভোরের প্রত্যাশায়
স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার দুঃসাহস নিয়ে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩
প্রজ্জলিত মেশকাত বলেছেন: ধন্যবাদ ছবি।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
স্বপ্নরা বেঁচে থাকুক