নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয় ।

মাহমুদ পিয়াস

মানুষ হবার চেষ্টা করছি ! পারছি কই !

মাহমুদ পিয়াস › বিস্তারিত পোস্টঃ

আপনার পিরিয়ডের দিনগুলোতে, আপনি কলেজ বা ভার্সিটি মিস করছেন না তো ?? যদি মিস করেন তাহলে ব্যাবহার করুন \'স্যানোরা\'......

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

শিরোনাম পড়েই বুঝে গেছেন, ছেলেটা একটা বেয়াদব, নইলে পাবলিক প্লেসে এরকম গোপনীয় কথা কেও বলে, ছিঃ !!!!
আমি তো মনে হয় তাহলে, মানবতাবিরোধী অপরাধ করে ফেললাম !!!!!
কথাটা আমার না, প্রথম আলোর একটা বিশেষ সংখ্যা ‘নারীমঞ্চ’ তে বেশ খানিকটা অংশ জুড়ে লিখাটা থাকে । আমি শুধুমাত্র কয়েকটা শব্দ পরিবর্তন করেছি । ওখানে স্কুলের বাচ্চাদের উদ্দেশ্যে বলা হয়, আর আমি বলেছি, কলেজ বা ভার্সিটির বাচ্চাদের উদ্দেশ্যে । প্রথম আলো দাবি করে, তাদের পাঠক সংখ্যা ৫৫ লক্ষ । আমার উপরের লাইনটা তাহলে প্রথম আলোর কমপক্ষে ৫৫ লাখ মানুষের কাছে পৌছায় । কই, ওই বিশেষ সংখ্যা পড়ে, কেউ তো কোনো নেগেটিভ মন্তব্য করে না, তাহলে আপনি আমাকে বেয়াদব ভাবলেন কেনো ? আমার এই লেখাটি সর্বোচ্চ ৩৩২ জন পড়বেন (কারণ আমার ফেসবুক ফ্রেন্ড সংখ্যা ৩৩২ ), কেউ যদি দয়াবশত শেয়ার করেন, তাহলে আরো কয়েকজন বাড়তে পারে, তবে সেটা ১লক্ষ হবে না, এটা নিশ্চিত । আপনিও সেই ৩৩২ জনের একজন হয়ে, আমার সম্পর্কে খারাপ মন্তব্য করার আগে, একবার ভাবুন প্লিজ !!
৮০ ভাগ মুসলিমের দেশে এই লাইন টা কতটুকু যুক্তিসঙ্গত ? সুতরাং ধর্মের দিক থেকে দেখলে এটা ধার্মিকদের কাছে, পর্ণ ম্যাগাজিনের পর্যায়ে পড়তে বাধ্য (আমার ধারণা ভুলও হতে পারে, তবে সম্ভাবনা কম)।
দেশের ৮০ ভাগ লোক গ্রামে বাস করে । গ্রাম্য নারীরা তাদের পিরিয়ডের সময় যে কাপড় ব্যাবহার করে, সেটা তারা রোদে শুকাতে লজ্জা বোধ করে । আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে, এতে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় । সেই দিক থেকে দেখলে, ‘স্যানোরা’ জাতিকে এই রোগগুলোর হাত থেকে রক্ষা করার জন্য, সচেতনতা সৃষ্টি করছে, তারা সমাজ সংস্কারের দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছে । এটা নিঃসন্দেহে জাতির জন্য ভালো । এদিক থেকে দেখলে, এই বিজ্ঞাপনটাকে ইতিবাচকই বলা যায় ।
লিখাটি পড়ে, আমাকে বেয়াদব বলে গালি দিয়ে নিজের পরিচয় প্রদান করবেন, নাকি আপনি ধর্মভীরুদের দলে থাকবেন, নাকি নারীদেরকে সচেতন করে তোলার জন্য স্যানোরাকে ধন্যবাদ দিবেন, সেটা আপনার মনস্তাত্ত্বিক ব্যাপার ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

পচা সাবান বলেছেন: আপনার লিখা আমার সবসময়ই ভালো লাগে । এটা পড়েও বেশ ভালো লাগলো ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

আম আদমি বলেছেন: ভালো তো। খারাপের কিছুই দেখি না।সচেতন হতে হবে সবাইকে।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

মাহমুদ পিয়াস বলেছেন: জী । কিন্তু আমরা সত্যিকার অর্থে কি সচেতন হতে পারছি ???

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

ক্যাপলিস্টো বলেছেন: মানুষের জন্যই ধর্ম।আর সেই ধর্ম মানে যারা তারা অবশ্যই কল্যাণের পথ কে সমর্থন করবে।কিন্তু আপনি আপনার শেষ লাইনের আগের লাইনে ধর্মভীরু শব্দটি ব্যবহার করেছেন তা ধর্মানুসারীদের জন্য অবমাননাকর।কখনো ধর্মভীরুরা নয় কট্টরপন্থিরাই এগুলোর বিরোধিতা করে।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৯

মাহমুদ পিয়াস বলেছেন: হতে পারে !!

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

নতুন বলেছেন: অনেক হাদিসেও তো এই সব বিষয়ে আলোচনা করা হয়েছে। সেইগুলি ও কি অস্লীল?
মানুষের জন্যই ধর্ম।আর সেই ধর্ম মানে যারা তারা অবশ্যই কল্যাণের পথ কে সমর্থন করবে।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১:০০

মাহমুদ পিয়াস বলেছেন: অবশ্যই !!

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

মাহমুদ পিয়াস বলেছেন: অবশ্যই । তবে আমার মনে হয় যৌনতা বিষয়টা একটা পাবলিক বিষয় হওয়া উচিত । তাহলে আমরাও আমাদের সমাজটাকে আরেকটু সচেতন করতে পারবো !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.