নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয় ।

মাহমুদ পিয়াস

মানুষ হবার চেষ্টা করছি ! পারছি কই !

মাহমুদ পিয়াস › বিস্তারিত পোস্টঃ

মমতার পানি\'নীতি আর আমাদের রাজনীতিবিদ !

২৮ শে মে, ২০১৮ রাত ১১:০২

তিস্তার পানি বন্টন ইস্যুতে অামি মমতার দেশপ্রেমের পক্ষে !

মোদিও হয়তো চায়, বাংলাদেশে গঙ্গার পানি যাক, কিন্তু পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীর "না"কে সে দেশের প্রধানমন্ত্রীও "হ্যা" করাতে পারে নি !
পা চাটা তেলবাজ রাজনীতিবিদ নয়, রাজনীতিবিদকে হয়তো এমনই অাদর্শের হওয়া উচিত !
দুদিন অাগেও মোদি অনুরোধ জানিয়েছেন মমতাকে ! কিন্তু মমতার "না" কে হ্যা করাতে পারেন নি তিনি ! কেনো পারেন নি ?
কারন তার দেশের মানুষ পানি খেয়ে, গোসল করে, জমিতে ছিটিয়ে, জমা করে যেটুকু বাকী থাকবে সেটুকু বাংলাদেশ পাবে ! দেশপ্রেমের নমুনা তো এমনই হওয়া দরকার !!
অপরদিকে নিজেকে যদি বাংলাদেশী হিসেবে ভাবি তাহলে অামিও চাই, তিস্তার পানি অামাদের প্রয়োজনের সময় অামাদের দেশে প্রবেশ করুক ! কিন্তু তার জন্য ভারত সরকারকে প্রয়োজনীয় চাপে ফেলতে অামরা পারি নি ! এটা একদিকে যেমন অামদের দেশপ্রেমের অভাব তেমনি 'দাদাদের প্রতি অামাদের চাটুকারিতা'ও দায়ী ! অামাদের রাজনীবিদরা যদি বলতেন, যেদিন তিস্তার পানি বাংলাদেশে ঢুকবে কেবল সেদিনই ভারত বাংলাদেশের অভ্যন্তরে ট্রানজিট সুবিধা পাবে নচেৎ পশ্চিমবঙ্গের একটা পণ্যবাহী ট্রাকও বাংলাদেশের ভিতর দিয়ে মিজোরাম/ত্রিপুরাতে প্রবেশ করতে পারবে না, ভারতের কোনো জাহাজ চট্রগ্রাম বন্দরে নোঙ্গর করতে পারবে না ! যদি যেতে চাও তাহলে কলকাতা থেকে একটা ট্রাক স্টার্ট দিয়ে পাকুর শিলিগুড়ি দার্জিলিং ঘুরে তারপর মিজোরাম/ত্রিপুরাতে যাও ! তারপর দেখবা যুবক ট্রাকচালক মিজোরাম পৌছাতে পৌছাতে তার চুল দাড়ি সব পাকিয়ে ফেলেছে ! যদি তাড়াতাড়ি মিজোরামে পৌছাতে চাও তাহলে অাগে তিস্তার ব্যারিকেড সরাও ! অার যদি মনে করো তোমার ট্রানজিট দরকার নেই তুমি ওভাবেই শিলিগুড়ি হয়ে মিজোরাম যাবে তাহলে অামারও তিস্তার পানি দরকার নেই ! ইফ ইউ গিভ মি ওয়াটার অাই উইল গিভ ইউ ট্রানজিট ! চুক্তি তো এমনই হয়, কিছু পেলে তবেই না কিছু দিবো ! কিন্তু ট্রানজিট চুক্তির বদলে বাংলাদেশ কি পেলো ?
ওপারে একটা বাংলাদেশ ভবন অার বঙ্গবন্ধুর নামে একটা সড়ক ? চুক্তি শেষ !
ভারতের কাছ থেকে পানি না পাওয়ার জন্য মমতাকে দোষারোপ করে লাভ নেই, সে তো তার দেশের সুবিধাই দেখবে কিন্তু অামাদের রাজনীতিবিদেরা অামাদের দেশের কথা চিন্তা করেছেন কি ? যদি না করে থাকেন তাহলে অাগে এদেশের রাজনীতিবিদদের দিকে অাগে অাঙ্গুল উঠান তারপর মমতার দিকে !!
নিজের দেশের কথা না ভেবে যারা ভারতকে এতো এতো সুবিধা দিয়ে অাসছে তাদের প্রতি অাঙ্গুল উঠান ! অার যদি মনে করেন, এই কথা বললে অাঙ্গুল থাকবে না, তাহলে মমতার দিকে অাঙ্গুল তুলে কানাকড়িও লাভ নেই ! সে মোদিকেই থোড়াই কেয়ার করে সেখানে অাপনি তো......
শুধু মুখেই "এপার বাংলালা ওপার বাংলা সব এক" একথা শুনতে চাই না, বাস্তব কাজও দেখতে চাই, তার জন্য প্রয়োজন কুটনৈতিক দূরদর্শীতা অার দেশপ্রেম যা অামাদের কোনো সরকারই দেখাতে পারে নি ! নিজের দেশের রাজনীতিবিদদের কাছে অাগে জবাব চান যে, পানি অাসার অাগে কেনো এপার-ওপার ট্রাক চলাচল শুরু হলো ? রাজনীতিবিদদের জবাবদিহিতার মুখোমুখি দাড় করান, তারপর অন্যদেশের কারো দিকে অাঙুল উঠান !
দেশপ্রেম জাগ্রত করতে হবে অামাদের সবার অন্তরে এবং এই জাগ্রত করানোর দায়িত্বও এবং এতোদিন জাগ্রত না হওয়ার দায়ভারও নিতে হবে অামাদের রাজনীতিবিদদেরকেই !!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মমতা ব্যানারজী দেশ প্রে‌মিক নেতা। উনার ম‌তো নেতা আমা‌দের নেই। বিরাট আফ‌সোস!

২৮ শে মে, ২০১৮ রাত ১১:২২

মাহমুদ পিয়াস বলেছেন: আসলেই আফসোস আমাদের ! চাটুকারিতা করে দয়া পাওয়া জেতে পারে কিন্তু অধিকার নয় !

২| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:১৪

কাইকর বলেছেন: একমত সাজ্জাদ ভাইয়ের সাথে

৩| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:১৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: এমনি যতই ভালো কথা বলুন না কেন, ওরা এতো সহজে তিস্তা চুক্তি করবে না।

২৮ শে মে, ২০১৮ রাত ১১:২৩

মাহমুদ পিয়াস বলেছেন: তার জন্য আমরাও তো যথেষ্ট চাপ দিতে পারছি না !

৪| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



মমতা ভালো দলবাজ, ভালো সংগঠক; উনার ভেতর রাজনীতি ও মানবিক গুণ নেই; উনি আসলে হিজড়া কিনা তাও বুঝার দরকার আছে।

৫| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


মমতা ভালো দলবাজ, ভালো সংগঠক; উনার ভেতর রাজনীতি ও মানবিক গুণ নেই; উনি আসলে হিজড়া কিনা তাও বুঝার দরকার আছে।

পশ্চিম বংগের এত পানি দরকার নেই, উনার পানি ভাগিরথী হয়ে সাগরে চলে যাচ্ছে।

৬| ২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয় যুদ্ধ বা সন্ধিই পরিচয় ---

০১ লা জুন, ২০১৮ রাত ১:১৮

মাহমুদ পিয়াস বলেছেন: যথার্থ বলেছেন !

৭| ৩০ শে মে, ২০১৮ রাত ২:১৬

আলআমিন১২৩ বলেছেন: ১০০ ভাগ সঠিক । ধন্যবাদ সত্যকে উপস্হাপনের সৎ সাহসের জন্য।

০১ লা জুন, ২০১৮ রাত ১:১৭

মাহমুদ পিয়াস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.