নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয় ।

মাহমুদ পিয়াস

মানুষ হবার চেষ্টা করছি ! পারছি কই !

মাহমুদ পিয়াস › বিস্তারিত পোস্টঃ

পরিমনির কারামুক্তি আর আমাদের দৈন্যতা !

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৫

পরিমনি জেলে গেলো কেনো ?
কারন বাসায় মদ পাওয়া গেসে । সেই মদ রাখা যদি আইনগতভাবে বৈধ হতো তাহলে তাকে এতোদিন জেলে থাকতে হতো না, এতোবার রিমান্ডেও নেওয়ার দরকার ছিল না । আইনের দৃষ্টিতে তিনি এখনো একজন অপরাধীই কারন তিনি কেইস থেকে মুক্তি পান নি, জামিন পেয়েছেন মাত্র । তাহলে একজন ‘অপরাধী’র জামিনে মুক্তি পাওয়া দেখানোর জন্য সকাল থেকে কারাফটক থেকে শুরু করে তাকে বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত সরাসরি টেলিকাস্ট করা লাগবে ? খুব দরকার ? জাতি অধীর আগ্রহে অপেক্ষা করসে এইসব দেখার জন্য নাকি আপনারা জোর করে ‘দেখবি না মানে, দেখিয়েই ছাড়বো’ এই মনোভাব নিয়ে দেখাচ্ছেন ?

অপরাধির বাইরে তার আরেকটা পরিচয় সে বাংলা সিনেমার ‘নায়িকা’ ! তার কয়টা সিনেমা একজন রুচিশীল দর্শক দেখেছে, তার জন্য মিডিয়াকে মাইক্রোস্কোপের নীচে চোখ রাখতে হবে, এই বিষয়ে কোন সন্দেহ নাই । তবুও যেহেতু তিনি নায়িকা তাই তার কারামুক্তিকে লাইভ করতে হবে, এই সেন্সে লাইভ করা হলে ঠিকাছে । কিন্তু তার কারামুক্তিকে লাইভ করার মতো মানের নায়িকা কি তিনি ? কয়জন তার সিনেমা দেখে তাকে চিনেছে ? আপনি কোনো সিনেমা দেখেছেন ? তবুও তাকে নিয়ে মিডিয়া কর্মীদের আগ্রহের শেষ নেই । গলদটা কি শুধু মিডিয়ারই ?

এতো আগ্রহের আসল কারণটা কি তাইলে ?

একটা যৌক্তিক কারন অবশ্য আমাদের আরেক পরিচিত মুখ ডাঃ জাফরুল্লাহ বলেছেন, “পরিমনি সুন্দরী, তার জামিন পাওয়ার অধিকার আছে” । এইটা খুবই যৌক্তিক এবং শক্ত একটা লজিক । তিনি সুন্দরী তাই তিনি নায়িকা হতে পারেন, তিনি সুন্দরী তাই ডিবি কর্মকর্তাকে ‘নিজস্ব স্টাইলে’ কেক খাওয়াতে পারেন, তিনি ‘সুন্দরী নারী’ তাই তার আটকের ব্যাপারে ‘নারী অধিকার লঙ্ঘিত’ হচ্ছে বলে শাহবাগে মানববন্ধন হতে পারে, তিনি সুন্দরী তাই হাইকোর্টের উকিলগণ তাকে ছাড়ানোর জন্য বিনা পয়সায় উকালতি করতে পারেন, তিনি সুন্দরী তাই তিনি কি পরে কোর্টে গেসেন-একই জামা পরে কেনো গেসেন-জেলখানায় তিনি কষ্টে আছেন কি না এসব জানা অতীব জরুরী কারন তিনি সুন্দরী, তিনি সুন্দরী তাই তিনি জামিন পেতেই পারেন, তিনি সুন্দরী তাই তার কারামুক্তির দিনটা স্মরণীয় করে রাখতে পুরো মিডিয়া পাড়া ক্যামেরা হাতে তার পেছন পেছন বাসা পর্যন্ত ছুটেও যেতে পারেন । সবই সম্ভব যদি তিনি “মোটা দাগে সুন্দরী” হন, কারন এইটা ছাড়া আপাত দৃষ্টিতে তার কোন বাড়তি যোগ্যতা আপাতত নাই ।

সো যারা প্রমোট করে যে, ‘বাইরের রূপ নয়, ভিতরটাই আসল’, তারা বাস্তবতা দেখে শিক্ষা নিতে পারেন । কেবলমাত্র এবং একমাত্র “সুন্দরী” হলে বঙ্গদেশের সবজায়গার সব পেশার মানুষকে নাকানি-চুবানি খাওয়ানো যায়, পরিমনির চাইতে এর বড় উদাহরন আপাতত না দেখালেও চলে ।

সো, ট্রাই টু বি “সুন্দরী” এন্ড গেট প্রায়োরিটি ইভেন ইন আ পাসপোর্ট ।
ভালো থাকেন !

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৪

সাজিদ! বলেছেন: উত্তরবঙ্গের জেলা শহরগুলোতে স্বাধীনতা দিবস বা বিজয় দিবস বা যেকোন দিবসেই র‍্যাফেল ড্র হয়। শত কোটির বিজনেস। ওইখানে যারা ড্রতে জেতে তাদের উপস্থাপক বলে " খুশী তো মামা? "

এই ব্লগেই পরীবাদি কিছু ব্লগারের আগমন ঘটেছে। যারা এই উগ্র নায়িকাকে সমর্থন যতোটা যৌক্তিকভাবে করেছে তার চেয়েও বেশী ইগোজনিত কারনে করেছে, যেন এই মহিলার উপরের নারীজাতির সব আশা ভরসা জড়িত। এদের কাউকে সাধারণ নারীর কষ্টে খুঁজে পাবেন না। ব্লগে নারীদের নিয়ে অশ্লীলতায় ভরা কবিতায়ও তাদের রিএকশন নাই যাই হোক-

এই পরীবাদি গ্রুপ আবার ব্লগেই যে আছে তা নয়, বিখ্যাত কয়েকজন দেশীয় নারী অগ্রদূত যখন করোনার পিকেও এই উগ্র মহিলাকে সমথর্ন করে বিবৃতি দিলো যা খুবই অবাক করেছে। যেন দেশে কোন জরুরি বিষয় নেই৷ শিক্ষা স্বাস্থ্য নিয়ে আমাদের কনসার্ন অনেকের ড্রয়িং রুমেও পৌঁছাতে পারেনাই। রিএকট করলো এমন ইস্যুতে যা তাদের সচেতনতা ও বুদ্ধিমত্তাকেও প্রশ্নের সম্মুখীন করে।

আরেকটা বিষয় মাথায় রাখা ভালো - দেশের এই অবস্থায়ও এতসব কান্ডের পর এক চিত্রনায়িকা আমাদের পত্রিকার হেডিং এ জায়গা নিতে পারে। আমাদের রুচিশীলতার এত অধঃ পতন বিগত দশকেও ছিল না। আলোচনা হোক।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৬

সাজিদ! বলেছেন: উত্তরবঙ্গের জেলা শহরগুলোতে স্বাধীনতা দিবস বা বিজয় দিবস বা যেকোন দিবসেই র‍্যাফেল ড্র হয়। শত কোটির বিজনেস। ওইখানে যারা ড্রতে জেতে তাদের উপস্থাপক বলে " খুশী তো মামা? "

এই ব্লগেই পরীবাদি কিছু ব্লগারের আগমন ঘটেছে। যারা এই উগ্র নায়িকাকে সমর্থন যতোটা যৌক্তিকভাবে করেছে তার চেয়েও বেশী ইগোজনিত কারনে করেছে, যেন এই মহিলার উপরের নারীজাতির সব আশা ভরসা জড়িত। এদের কাউকে সাধারণ নারীর কষ্টে খুঁজে পাবেন না। ব্লগে নারীদের নিয়ে অশ্লীলতায় ভরা কবিতায়ও তাদের রিএকশন নাই যাই হোক-

এই পরীবাদি গ্রুপ আবার ব্লগেই যে আছে তা নয়, বিখ্যাত কয়েকজন দেশীয় নারী অগ্রদূত যখন করোনার পিকেও এই উগ্র মহিলাকে সমথর্ন করে বিবৃতি দিলো যা খুবই অবাক করেছে। যেন দেশে কোন জরুরি বিষয় নেই৷ শিক্ষা স্বাস্থ্য নিয়ে আমাদের কনসার্ন অনেকের ড্রয়িং রুমেও পৌঁছাতে পারেনাই। রিএকট করলো এমন ইস্যুতে যা তাদের সচেতনতা ও বুদ্ধিমত্তাকেও প্রশ্নের সম্মুখীন করে।

আরেকটা বিষয় মাথায় রাখা ভালো - দেশের এই অবস্থায়ও এতসব কান্ডের পর এক চিত্রনায়িকা আমাদের পত্রিকার হেডিং এ জায়গা নিতে পারে। আমাদের রুচিশীলতার এত অধঃ পতন বিগত দশকেও ছিল না। আলোচনা হোক।৷ আমি সকল পরীবাদিদের উদ্দেশ্যে বলি -

" খুশী তো মামা? "


প্রথম কমেন্টটি ডিলেট করে দিন। এটা থাক।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৫

মাহমুদ পিয়াস বলেছেন: দুটোই থাক

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: পরীমনির জন্য আমার মায়া হয়েছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৫

মাহমুদ পিয়াস বলেছেন: মায়া বৃদ্ধি পাক

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ডঃ জাফরুল্লাহ অকপটে যা বলেছেন তার মধ্যে আমাদের জাতির চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। একটা কথা আছে মানুষ সুন্দরের পূজারি।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৬

মাহমুদ পিয়াস বলেছেন: মানুষ মাত্রই সুন্দরের পূজারি । জাফরুল্লাহই বা বাদ যাবেন কেন !

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: জনগণের ভালবাসা বলে কথা। একটা এতিম মেয়ে সেটাও অনেকে ভাবে। বড় হুজুর বড় খেলোয়ার থেকেও দেখছি তার জনপ্রিয়তা বেশী। এটা গণতান্ত্রিক দেশ। এদেশে গণতন্ত্রের প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিৎ। জেলের কারণে তার রূপের কোন ক্ষতি হলে এর দায় কে দেবে? রূপের দিক থেকে তো সে দেশের গৌরব, সেইটা যে কেউ কেউ বুঝে না। তারপরেও বলব পরীমনি বেআইনি কাজ থেকে দূরে থাকুক।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: পরীর প্রতি কারো সহানুভূতি থাকা চলবে না, এ কেমন আব্দার? পরীর মতন সুন্দরী আবার কেমন সেটা শিশুকালে বুঝতাম না। এখন বুঝি পরীমনির মতন সুন্দরী হলেই পরীর মতন সুন্দরী বলা যায়। আহা হা তার রূপে সবাই মুগ্ধ। রূপ থাকা যে কত দরকার সেটা যার রূপ নেই সে বুঝে। একটু রূপের জন্য মেয়েরা কত কষ্ট করে, সেটাও তো দেখি। তথাপি পরীর রূপকে এমন হেলাফেলা করা কেন? মনে হয় যেন যাদের রূপ নেই তারা আর কেউ অপরাধ করে না? অপরাধ করেছে, জেল খেটেছে, এখন মুক্তি পেয়েছে, এরপর অপরাধ থেকে খালাস পাবে, এগুলো এমন আর কি? মনে রাখতে হবে রূপও একটা গুণ। সুতরাং গুণীর সমাদরে আপত্তির কিছু থাকতে পারে না। হিংসুটে লোকেরাই এসব নিয়ে বাত-চিৎ করে। এসব ঠিক না। পরী তুমি এগিয়ে চল, জনগণ আছে তোমার সাথে। কুচ পরোয়া নেহি।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৮

মাহমুদ পিয়াস বলেছেন: পরীদের পথ ধরেই এগিয়ে যাক পরি,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.