নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয় ।

মাহমুদ পিয়াস

মানুষ হবার চেষ্টা করছি ! পারছি কই !

মাহমুদ পিয়াস › বিস্তারিত পোস্টঃ

শিবিরের উত্থান, বত্রিশের পতন ! আর ভবিষ্যৎ ?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৫

ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আজ ! কর্মীসমর্থকেরা শিবিরের লগো সম্বোলিত সাদা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তার মোড়ে মাইক টানিয়ে নেতাদের বক্তব্য শুনছে আর ট্রাফিক পুলিশ ব্যস্ত রাস্তার জ্যাম সামলাতে !

একই দিনে ধানমন্ডি ৩২ নাম্বারে আওয়ামী লীগের হযরত শেখ মুজিবের স্মৃতিসম্বলিত মাজারের শেষ ইটখানাকেও বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে 'ছাত্রজনতা' !

২০২৪ সালের ৬ ফেব্রুয়ারীর একটা সুন্দর আলোঝলমলে সকালে বাঙালী জাতির কেও কল্পনা করেছিলেন, এরকম দৃশ্য আপনাদের চোখের সামনে ঘটবে ?

অথচ দেখেন, আজ সেটাই বাস্তবতা ! আপনারা ভেবেছিলেন মরার আগের দিন পর্যন্ত হযরত শেখ হাসিনাই থাকবেন এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের একমাত্র পীর ! যার কথাই আইন, যার দেওয়া বক্তব্যই প্রজ্ঞাপন, আর তার কাজকে অনুসরন করাই হলো তার সাগরেদগণের একমাত্র দুনিয়াবী কাজ ! অথচ

২০২৫ সালের ৬ ফেব্রুয়ারীর সুন্দর সকালটা শুরু হলো ৩২ নাম্বারে বুলডোজার দিয়ে শেখের বাড়ি ভাঙ্গা আর রাস্তার মোড়ে মোড়ে শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন দিয়ে !

একই চর্মচক্ষুতে এই দুই ভিন্ন জিনিসটার সাক্ষী হলেন আপনি ! ধরে নিতে পারেন, আপনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় একটা টার্ন আপনি দেখে ফেলেছেন, এই আত্বতৃপ্তিও তো বাঙালী হিশাবে আপনার এচিভমেন্টই !

২৪ সালের ফেব্রুয়ারীতেও যেখানে ১৮ কোটি বাঙালীর মাঝে ২০ কোটি আওয়ামীলীগ ছিল, সেই একই রাষ্ট্রে ২৫ সালের ফেব্রুয়ারীতে লীগের একজন সমর্থকও নাই, হুট করে যেনো সবাই জামাত কিংবা বিম্পির কর্মী কিংবা সমর্থক হয়ে গেছে, জাতি হিসাবে বাঙালীর এই যে টার্ন, এটাই বাঙালীর অতীত ইতিহাস ! ক্ষমতা যেদিকে, জনতা সেদিকে !

আওয়ামী লীগের আমলে শিবিরের অপকর্ম রুখে দেয় 'ছাত্রজনতা', আবার লীগবিহীন আমলে লীগের অপতৎপরতা রুখে দেয় 'ছাত্রজনতা' এই দুই ছাত্রজনতার খুবই সামান্য একটা পার্টিকেল হলো 'জনতা' ! তা সে ৩২ এর বাড়ি ভাঙার সময়ই হোক কিংবা শিবির পেটানোর সময়ই হোক ! এখানে জনতা খুবই ছোট একটা ফ্যাক্টর কিন্তু সেই ছোট ফ্যাক্টরের উপরে ভর করে যে শাসকদল দাঁড়ায় তার ক্ষমতা অপরিসীম ! শিবির ট্যাগ দিয়ে পেটালেও আপনি দর্শক, লীগ ট্যাগ দিয়ে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিলেও আপনি দর্শকই ! জনতা হিসাবে আপনি এর বেশী কিছু না ! লীগের আমলে আপনি লীগ দর্শক, লীগবিহীন আমলে আপনি লীগবিদ্বেষী দর্শক ! আপনার দায়িত্ব স্রেফ এতোটুকুই ! সে আপনি ভোট দিতে পারেন আর না পারেন !

লাস্ট কথাটা বলি, যদি আপনি যেখানে সেখানে গাড়িচাপা না খান, গুপ্তহত্যার শিকার না হন, লীগ-জামাতের কোন্দলে না মরেন আর কোনো ভাবে যদি আরো ২০ টা বছর এই বদ্বীপটায় টিকে যান (টিকে যাওয়া এই কারনে বললাম যে, টিকে থাকাটাকেই এখানে আমরা বেঁচে থাকা বলি, আর বেঁচে থাকাটা এখানে বিলাসীতা) তাহলে আগামী ২০ বছর পরে আবারো আপনার চর্মচক্ষুতে যা দেখবেন, সেটা আজকের দিনেও আপনি কল্পনায় আনতে পারছেন না ! আপনি ভাগ্যবান হলে তার আগেও দেখতে পারেন !

অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে আগানোটা বুদ্ধিমান জাতির কাজ কিন্তু ভবিষ্যতে অন্ধকার দেখাটাই বাঙালীর একমাত্র ভবিষ্যত, বাঙ্গালী সেটা দেখতে পাক আর না পাক !

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৯

সৈয়দ কুতুব বলেছেন: গতকাল ৩২ ভাঙাতে বিএনপি ও ছিলো।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২০

এ পথের পথিক বলেছেন: আমরা প্রতি হিংসার রাজনীতি চর্চা করি, গণতন্ত্রের ধোকায় পড়েছি । যা থেকে মুক্তি অসম্ভব ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৬

আদিত্য ০১ বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: গতকাল ৩২ ভাঙাতে বিএনপি ও ছিলো। কুতুব ভাই বিএনপি শিবির জামাত সবাই ছিলো, সুযোগ পাইছে, হাত ছাড়া করা যায়, আজকেও আরও অনেক আওয়ামী নেতার বাড়ি, আওয়ামী অফিস ভাংতেছে, ভাঙ্গবে এর পর আর কি করবে, ক্ষমতা কি চিরদিনের? কোন দিন না। ১৬ বছর আওয়মীলীগ ছিলো, এখন নাই, ঠিক তেমনই কয় বছর পর এরাও থাকবে না। লাভ কি এই ভাঙ্গার। তবে এইটা বেশি বাড়াবাড়ি হচ্ছে, যাইহোক সীম লংঘনকারীরা ফল পায়, পাবে

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: আদিত্য ০১@না মানে যে ভাবে ভাঙাতেও শিবিরের ক্রেডিট দেখতে পাচ্ছে এতে বিএনপির মর্যাদাহানি ঘটছে। ;)

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০১

আদিত্য ০১ বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আদিত্য ০১@না মানে যে ভাবে ভাঙাতেও শিবিরের ক্রেডিট দেখতে পাচ্ছে এতে বিএনপির মর্যাদাহানি ঘটছে। ;) আওয়ামীলীগ ফল পাচ্ছে, কিন্তু এরা যখন কোন দিন ক্ষমতায় আসবে তারাও এর চাইতে বেশি করবে। ক্ষমতা তো চিরদিনের না? এইটা তো ব্রুটাল ট্রুথ, এইভাবে জিঘাংসার মাত্রা বাড়তেই থাকবে, কাল থেকে এখন যা হচ্ছে কেন জানি ইলিয়াস আর পিনাকিদের খামখেয়ালী আর আগুনের হোলী খেলার আর উন্মত্ত নেশায় মেতে উঠেছে। ঘর বাড়ি আগুন দেওয়া এইটা ১৬ বছরে হয় নাই, কিন্তু তাদের কর্ম ফল তাদের চাইতে বেশি পাচ্ছে

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

তিনি বাংলাদেশের ইতিহাসে সব চেয়ে বড় ফ্যাসিস্ট হয়ে দেখা দিয়েছেন।
কোন আমলেই এতো বেশী অরাজকতা আর খারাপ কাজ হয়নি।
উনার জন্য একরাশ ঘৃণা।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.