![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
poet-novelist-editor & development researcher.
.......................................
আলু বেচো, পটল বেচো!
মাহমুদ টোকন
২ডিসেম্বর ২০১৬
.......................................
বাংলাদেশে ভারতীয় বইয়ের দাম অনেক বেশি!
একটি চটি বই কিনতে গেলেও ২০০-২৫০ টাকা। এর থেকে একটু বড় হলে ৪০০-৭০০টাকা। এর থেকে বড় হলে...!
এটি কি উদ্দেশ্যমূলক? বাংলাদেশ বাংলা বইয়ের বড় বাজার এজন্য?
একথা সত্যি যে প্রোডাকশন ভালো হলে দাম একটু বেশি হবে, কিন্তু সেটা কি নৈতিকতা ও মুনাফার মানদণ্ডকে মাড়িয়ে?
আরে ভাই যদি তাই হয়, তাহলে তোমার বই বিক্রির দরকার কী? আলু বেচো, পটল বেচো!
আরেকটি সমস্যা হলো ভারতীয় রুপি এবং বাংলাদেশের টাকার ব্যবধান কম হলেও বাংলাদেশী বিক্রেতারা সেই রেট ঠিক রাখে না।
চাল-নুন-ডালের ক্ষেত্রে মানলেও বইয়ের ক্ষেত্রে এই অনাচার মানতে কষ্ট হয়। সত্যি বলতে কী মাথায় রক্ত উঠে যায়!
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: এটা নিয়ে কেও চিন্তা করেনা।
সরকার বিনে পয়সায় বই দিচ্চে। অতচ, গাইড কিনতে গেলেই অবস্থা অারো বেশি খারাপ। শিক্ষা মন্ত্রনালয় বই দিয়েই খালাশ। এর থেকে জনগন কতটুকু উপকৃত হচ্ছে সেটা দেখার কেও নেই। অাসলে বই নিয়ে বাণিজ্য করলে দেশ অবশ্যই পিছিয়ে যাবে। সেক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
বই বাণিজ্যের সাথে অামাদের সম্মানিত শিক্ষক সমাজও জড়িত। ঘুষের বিনিময়ে শ্শ্রেণীতে প্রতি বছর নতুন নতুন গাইড নির্বাচন করাছেন। এতে গরিব ছাত্রদের কম দামে বা অন্যের নিকট থেকে বই নিয়ে পড়ার কোন পথ থাকছেনা।
কি লাভ বই ফ্রি দিয়ে।
সারা দেশে চলছে শিক্ষা বাণিজ্য। বিদ্যা বাণিজ্য।
ভালোতো, ভালো নয়...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩২
সুমন কর বলেছেন: ঠিক বলেছেন।