| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেড়ে যাবো তোমাদের,
সব ছেড়েছুড়ে চলে যাবো তার কাছে,
যে মোর সৃষ্টকারী!
গিয়ে জিজ্ঞেস করবো কেন মোর ছোট হৃদয় জুড়ে এতো হাহাকার দিলে!
কেন এ সুখো ভ্রমান্ডে মোরে এতো লোকের ভিড়ে একাকিত্ব দিলে !
কেন! কেন! কেন!
তারে জিজ্ঞাসিবো বহু ব্যথা,বহু কথা।
তাই সব ছেড়ে চলে যাবো বহুদূরে,
তোমাদের আকাশ, তোমাদের বাতাস
এরা বড্ড ভালো বটে,
বড্ড নিঃসার্থ এরা; প্রকৃতিও কম যায়না।
এঁদের তরেই এতোদিন টিকে থাকা,
ওরা তোমাদের মত চক্ষুহীন না;
যদিও ওরা তোমাদের!
ওরা আমায় সঙ্গ দিয়েছে এতোটা কাল,
একাকী মাঠ,খোলা আকাশ আর স্নিগ্ধ বাতাস
এরা আমারো ছিল,
শুধু আমি কারো ছিলাম না!
তাই সব ভুলে দূরে যাবো বহুদূরে,
যে খানে দুপেয়ে নেই;
নেই কোন জারিজুরি, হুসহাস,ঠুসঠাস।
যে লোকে নেই মিছে প্রেমে আর হানাহানি,
সে লোকে থাকবেনা রেষারেষি, কানাকানি!
সেই সীমান্তে চলে যাবো ফিরে আর না আসিবো দুপেয়ের বেশে!
তাকে জিজ্ঞাসিবো কেন মানুষ করলে মোরে!
শুধু অনুরোধ করবো আবার জীবন দিলে বৃক্ষ কিংবা মাটিরূপে দিয়ো এ ধরার তড়ে।
একাকিত্ব কথন।। ৪ঠা সেপ্টেম্বর, ২০১৮,ঢাকা।
©somewhere in net ltd.