নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ একটি শক্তি! চালক সে শক্তিকে যেভাবে চালিত করবে সে মতেই চলবে। আবেগ প্রবনরাই হয় প্রেমিক,আবার আবেগীরাই বিদ্রোহী। তাই আবেগ ধারন করুন মনে ও মগজে।

হাসান সাহেব

মনে কথার ফোয়ারা বয়!

হাসান সাহেব › বিস্তারিত পোস্টঃ

বিবর্তনের হাওয়া

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

কেমন করে কেমন আমি হারিয়ে যাচ্ছি,
হারিয়ে ফেলছি,
এই আমারে!
হারিয়ে ফিরছি দুঃখগুলো,
নিজের আপন সুখগুলোকে!
আপন ভুলে বাঁধন ছিড়ে,
স্মৃতির আঁকা ছকগুলোকে!
মেঠো পথের প্রেমগুলোকে
কিংবা নদী তীরের দিনগুলোকে!
হারিয়ে ফিরছি কল্পরেখার
আপন মনের ভাবনা গুলো!
কোথায় গেল কোথায় সেসব
ছেলেমি সেই চিন্তাগুলো!
হারিয়ে ফিরছি দুঃখগুলো,
নিজের আপন সুখগুলোকে!
কেমন করে কেমনি আমি এমন হচ্ছি,
হারিয়ে যাচ্ছি!
কালের নতুন গহ্বরে!
কোথায় আমার টিনের বন্দুক?
কোথায় গেলো কানামাছি?
সবি তবে মিছিমিছি!
ভালোর তরে,ভালোর ফরে,
দুঃচ্ছাই কর যান্ত্রিকতা,
ফিরিয়ে দে মোর শৈশবটা!
যেথায় ডাকে ঝিঝিপোকা,
ডাংগুলি আর রঙের ছটা!
দে না আমার শৈশবটা!

বিবর্তনের হাওয়া।। ২রা সেপ্টেম্বর,২০১৮,ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.