| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনের শুরুতে যে ভালোবাসা প্রতিক্ষিত,
তা হয়তো প্রানের আন্দোলন।
ভালোবসার রাজপথে মিছিল করে,
লাল রঙা প্রেম ছড়ায়।
কখনো বা কর্পুরের ন্যায় আপনি ছড়ায়,
কিছু রয়ে যায় সুপ্ত।
প্রেম কখনো ফিনিক জ্যোৎস্না চায়,
কখনো বা অন্ধকার আমাবস্যা!
মনের অপরাধ আছে বৈকি!
না হয় এতো আজেবাজে চাওয়া হয় ক্যানো!
রূপ, রং মানুষের প্রেমের উৎস হয় নাকি!
যা হয় চোখে।
কিন্তু প্রেম আজ কোথায়?
এ শহরে আজ প্রেম নেই!
এ আকাশে প্রেমের বাতাস নেই!
সেই ভালোবসারা আজ বইয়ের পাতায় লুটোপুটি খাচ্ছে,
ওসব কেউ মানেনা এখন!
সবটা এখন উষ্ণতা জুড়ে!
প্রেমের সাতপাঁচ
১১.০৮.১৮/বরিশাল
©somewhere in net ltd.