নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ একটি শক্তি! চালক সে শক্তিকে যেভাবে চালিত করবে সে মতেই চলবে। আবেগ প্রবনরাই হয় প্রেমিক,আবার আবেগীরাই বিদ্রোহী। তাই আবেগ ধারন করুন মনে ও মগজে।

হাসান সাহেব

মনে কথার ফোয়ারা বয়!

হাসান সাহেব › বিস্তারিত পোস্টঃ

সমাজ সমাচার

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

ফুলদীঘী পার হয়ে অনেকটা পথ হেটেছি,
তারপর বিচারপতির বাসা,সুপ্রিমকোর্ট আরো অনেককিছু।
পল্টন,মুক্তাঙ্গন, গোলাপ শাহ্‌ মাজার তার পর ঘোড়ার গাড়ির ঠক ঠক ছুটেচলা।
দৃশ্য পাল্টাচ্ছে আর হাবভাবও,
সন্ধ্যায় সদরঘাটে ভালো,বিচ্ছিরি হরেক রকম মাল,আর মানুষের ঘরে ফেরার পায়চারী।
জাহাজের পো পো শব্দ আর সোয়ারী ঘাটের মাঝিদের দরকষাকষি।
বড্ড ঘূর্ণায়মান দৃশ্যপট!
ঘন ধোয়ায় টালমাটাল
ভেসে যায়,
ভিরে যায়,
গাঁজার গন্ধ উড়ে যায়।
বদ্ধ উন্মাদ চারিদিক!
চারিদিকে ভালো,নোংরামির খেলা চলে সারাবেলা।
কোর্টরোডে নোংড়া খেলা উকিলের দরকষাকষি যেন বেশ্যাকেও হার মানাবে!
মাঝিদের মত নয়।
দারটেনে ঘাম ঝড়াবে তবু ন্যায্যে রাজি নই,তবে মিথ্যে খেলায় আছি শতভাগ।
শালা বাপের ভিটা বেচবো তবু এ কেসে আমার জেতা চাই ই চাই!
হাক ডেকে যাই।
অথচ প্যাডেল সৈনিককে পাঁচ টাকা বেশি গুনতে গিয়ে মাঝেমাঝে গুন্ডা বনে যাই।
উচু দপ্তরের খেলা, বাহাতে চোখে টিপ্পনী কেটে টেবিলের তলার কাজ!
পেয়ে যতটা না খুশি তার অধিক দিয়ে!
একি বিভ্রাট!
একি শ্বাপদসংকুল পরিস্থিতি!
দেশের আজ একি হাল বলে হাহুতাশ করি তবে নিন্দের কাজে বেশ পটু!
সবটা কী সেই মাজার রোডের উৎকট ঘন ধোয়ায় হয়, নাকি অভ্যাসের অনভিপ্রেত!
দেহের শেষ রক্তবিন্দু দিয়ে চালিয়ে যাই যত অপ্রিতিকে।
এজন্যই কি স্বাধীনতা!
ত্রিশ লক্ষের দাম এই!
দুই বা আরাই লাখ লুণ্ঠিত সম্ভ্রমের এই দাম!
একি বিশ্রী মৌনতা সমাজের!
এর থেকে নগ্ন উন্মাদ পাগলের শিশ্ন কচলানো অধিক শুশ্রী কিংবা পাগলীর কোঁচকানো ক্লিটোরিস!
আর যা হোক নোংরা মৌনব্রত নেই এতে।
হঠাৎ এসেই গণতন্ত্র বলে চেল্লালে হবেনা,
কিংবা নীতি নৈতিকতা!
চাই পরিবর্তন,
চাই স্বাধিকার,
চাই সু মৌনতা,
তবেই হবে পরিবর্তন দৃশ্যপট।

সমাজ সমাচার -২
পৌষ ১০,১৪২৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.