| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীর্ঘতম রাতের শেষ প্রান্তে তোমায় আকড়ে থাকতে চাই,
হাইওয়ের নেশাতুর ট্রাকে জমে থাকা ম্যাগনেটিক ধুলি কনার মত!
ভালোবাসবে নবনীতা?
কিংবা জাহাজের তলাপাতে জমে থাকা বিশ্রী শেওলার মত!
সুদীর্ঘ পথ পাশাপাশি হাটবো তাই বলছিলাম।
একটু ভেবেই নাহয় বলো,
ভালোবাসবে নবনীতা!
মাঝরাতের চিঠি //১৩-০৯-১৮।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
ব্যাকুল নিবেদনে ভাললাগা!
+++