নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ একটি শক্তি! চালক সে শক্তিকে যেভাবে চালিত করবে সে মতেই চলবে। আবেগ প্রবনরাই হয় প্রেমিক,আবার আবেগীরাই বিদ্রোহী। তাই আবেগ ধারন করুন মনে ও মগজে।

হাসান সাহেব

মনে কথার ফোয়ারা বয়!

হাসান সাহেব › বিস্তারিত পোস্টঃ

হেটে চলা ভাবনা......

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৮

একা একা হাটতে মন্দ লাগে না আমার। মনখারাপের বিকেল-সন্ধ্যা দীর্ঘপথ হাটি,মন চাইলে নিরিবিলি কোথাও বসি।আবার হাটি কানে হেডফোন লাগিয়ে মৃদু শব্দে কোন ব্যথার গান শুনতে শুনতে গা ছাড়া ভাবে হাটতে থাকি যেন কোন দিগন্ত নেই, নেই কোন ঠিকানা।
হাটতে হাটতে মাঝে মধ্যে থেমে শলাকা জ্বালিয়ে আবার হাটি,মন চাইলে রাস্তার পাশের টং দোকানে আধোয়া কাপে নোংরা দুধ চা পিয়ে নেই। রিক্সাওয়ালা ভদ্রলোকের পান করা গ্লাসের তলানির জলটুকু পান করে তৃপ্ত হওয়ার চেষ্টা করি

রাস্তায় হাটতে হাটতে ঝুম বৃষ্টি হলে ভালো লাগে,তবে ঝিরিঝিরি বৃষ্টি অন্য মাত্রায় আনন্দ দেয়। অনুভুতিটা এমন হয় যেন ঝিরঝির করে দুঃখ কমছে,এর বাদে ঝুম বৃষ্টি হলে সবটা ধুয়ে যায়;দিয়ে যায় নয়া সোনা রোদ আর প্রকৃতির প্রেম।ঘন্টা খানিক হাটার বাদে নিরিবিলি দেখে একটা যায়গায় বসি মাঝে মধ্যে, আম্মু তখন র‍্যান্ডমলি ফোন করে যাচ্ছে আমি রিংটোন শুনছি আর মনের রিংটোন বাজানোর ট্রাই করে চলছি।আবার হাটতে শুরু করে গান শুনতে শুনতে নানা কল্পনা করছি!
সবগুলো অবাস্তব কল্পনা মনে হচ্ছিলো!
এই যেমন ধরুন আমি আমার লক্ষ্যে পৌছে গেছি,আব্বু-আম্মুকে নিয়ে দেশের বাইরে কিংবা ভেতরে বেড়াতে গিয়েছি।
যদিও আব্বু-আম্মুকে নিয়ে বের হওয়া আমার স্বপ্ন।
অথচ আমি একজন ব্যর্থ সৈনিক,
অযোগ্য, অপদার্থ!
প্রতিনিয়ত পাঞ্চলাইন খুজতে ব্যস্ত আমি; তাই সব কল্পনা করি,এমনো হতে পারে কল্পনা আমায় পাঞ্চলাইন খুজে দিবে,যা হয়তো সফলতার সিড়ি হয়ে যাবে।
মন খারাপের প্রতিটি মুহুর্ত শিক্ষা দিয়ে যায়, বহন করে আগামীর বার্তা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৪

আরোগ্য বলেছেন: পরিচিত হওয়ার জন্য অন্যদের পোস্টে মন্তব্য করুন। তাহলে সবাই চিনতে পারবে।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৭

হাসান সাহেব বলেছেন: হ্যা করবো সামনে থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.