নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ একটি শক্তি! চালক সে শক্তিকে যেভাবে চালিত করবে সে মতেই চলবে। আবেগ প্রবনরাই হয় প্রেমিক,আবার আবেগীরাই বিদ্রোহী। তাই আবেগ ধারন করুন মনে ও মগজে।

হাসান সাহেব

মনে কথার ফোয়ারা বয়!

হাসান সাহেব › বিস্তারিত পোস্টঃ

মানচিত্র

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫২

তোমার ঠোঁটে একটা মানচিত্র আঁকতে চাই!
তুমি রাগ করবে?
তুমি ভূগোলকে বিজ্ঞানই ভাবো শুধু,
সুপ্ত ও সুনিপুণ রেখার প্রেম খুঁজো না!
প্রতিটা মানচিত্রে যে কত ভালোবাসারা রেখাপাতের স্বীকার তা জানো তুমি!
দিবে একটা মানচিত্র আঁকতে?
তোমার গোমরা মুখে হাসির মানচিত্র,
কোঁচকানো কপালে বিশ্বাসের মানচিত্র।
তোমার হৃদয় সমুদ্রে একটা নতুন দ্বীপ গড়তে চাই!
তুমি কি বাঁধ সাধবে?
সমুদ্রকে শুধুই জলরাশি ভেবো না কিন্তু,
প্রেমের প্রবাল খুঁজতে শিখো প্রেয়সী!
দিবে একটা নতুন মানচিত্র আঁকতে?
তোমার ভরা যৌবনে অনুভূতির মানচিত্র,
হৃদয় সমুদ্রে প্রেমের মানচিত্র।
দিবে একটা মানচিত্র আঁকতে ,
তোমার ঠোঁটের কোণে!

মানচিত্র
জ্যৈষ্ঠ ১৫,১৪২৫

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বড়ই দুর্লভ কামনা কবি।

যৌবনে মানচিত্র আঁকা হয় খুব কম! কলি/রঙ লেপ্টে যায় বারবার কামনার উদ্দাম কালবোশেখিতে

থিতু হলে মন- আঁকা যায় বেশ- তখন আর ক্যানভাস মেলে না ;)
বড়ই আজিব বাইসভার্সা জীবনের :)
হা হা হা

+++

২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫

হাসান সাহেব বলেছেন: মন্তব্য দেখে ভালো লাগলো কবি।
ভালোবাসা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.