| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই কবেকার কথা মনে আছে তোর ;
তখন বয়স কতই হবে ?
বারো কিংবা চোদ্দ সই!
একটা ভালোবাসা ছিল; ছিল ছোট্ট একটা স্বপ্ন।
ছোট বলছি তাই নিশ্চয়ই মুচকি হাসছিস,
ছোট ছিলাম তাই হয়তোবা।
তবে ভালোবাসাটা ছিল বেশ;
ক্যালকুলেটরে গননা করা গেলে নিশ্চিত আনডিফাইন্ড আসতো!
ভালোবাসাটার একটা নামকরন হলো “ইমোশন”;
তোরই দেয়া নাম!
প্রথম দিনতো বুঝিইনি ডিকশনারি ঘেটে বের করলাম,
কথাটার অর্থ “আবেগ”,
ডেফিনেশন পড়ে বুঝলাম কথাটার মানে এক ধরনের “টান”।
আচ্ছা টান মানে কি ভালোবাসা না?
কিংবা ভালোবাসায় কি টান থাকে না!
বুঝিনি বাপু সেই টানটা অনেককাল বয়ে বেড়িয়েছি।
যানিস এখন আমি বড় হয়ে গেছি,
ইয়া বড়;
যতটা বড় হলে আবেগের বয়স বাড়ে!
ইমোশনটা পরিবর্তিত হয় সময়ের কালান্তরে!
শেষমেস বুঝেছিলি তুই!
সংঙ্গাটা যখন “ছোট্ট পরী আর তার মা”;
ইমোশনটা তখন টার্ন করেছে!
ভালো থাকিস নবনীতা;ভালো থাকিস।
যদিও নিছক বলার জন্যই বলা,
এবার তোর পালা;
সময় পেরিয়ে গেছে,
সময়ের সাথে সাথে বয়স বাড়ে মানুষের।
শুধুই কি মানুষের;
সাথে তার আবেগের!
কেউ যায় বুড়িয়ে,কিছু যায় মুড়িয়ে!
ইমোশন বনাম ভালোবাসা।।
চৈত্র ১৬,১৪২৪ 
©somewhere in net ltd.