নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ একটি শক্তি! চালক সে শক্তিকে যেভাবে চালিত করবে সে মতেই চলবে। আবেগ প্রবনরাই হয় প্রেমিক,আবার আবেগীরাই বিদ্রোহী। তাই আবেগ ধারন করুন মনে ও মগজে।

হাসান সাহেব

মনে কথার ফোয়ারা বয়!

হাসান সাহেব › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার মিছিল

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৪

ফাকা পকেট,
নিকোটিনের কুণ্ডলী,
দীর্ঘ হুইসেল বাজানো এম্বুলেন্স!
ভালোবাসা আর ভালবাসা।
দিকভ্রান্ত উন্মাদ,
গলির কুকুরের মিছিল!
ভালোবাসা আর ভালোবাসা।
এতো ভালোবাসার মিছিল হচ্ছে আকাশে বাতাসে,
তবু শীরা ধমনী ছিদ্র করে ভালোবাসা খুঁজো তুমি!

নেশার ঘোরে যাকেতাকে ভালোবাসতে ইচ্ছে হয়,
খুব করে ইচ্ছে হয়,
প্রতিটা টিস্যুতে ভালোবাসার জোয়ার বইয়ে দিতে ইচ্ছে হয়!
জানোতো নবনীতা মাঝেমাঝে খুব পিশাচ প্রেমিক হতে ইচ্ছে হয়!
প্রেমের সমুদ্রে ডুবাতে ইচ্ছে হয়,বেসুরো গান শুনাতে ইচ্ছে হয়।
ভালোবাসায় মাতাল করতে ইচ্ছে হয়, রসহীন কবিতার অনলে পোড়াতে ইচ্ছে হয়।
এতো প্রেম পুড়ে ছারখার হয়ে যাচ্ছে,
তবু বুকের মাঝে ছোট মাংসপিণ্ড খুবলে প্রেম খুজো তুমি!

উন্মত্ততায় রাস্তার পাগলীকে ভালোবাসতে ইচ্ছে হয়,
খুব করে ইচ্ছে হয়,
প্রতিটা অস্থি উষ্ণতায় ভরিয়ে দিতে ইচ্ছে হয়।
নবনীতা; মাঝেমাঝে প্রেম হিংস্র হয়ে যায়!
ভালোবেসে খুন করতে ইচ্ছে হয়,এক কোটি টুকরো করে এক কোটিবার ভালবাসি বলতে ইচ্ছে হয়।
প্রেমের সরাব পিয়ে মাতাল করতে ইচ্ছে হয়,আর ভালবাসার দেহখানা তোমায় অর্পণ করতে ইচ্ছে হয়।
এতো প্রেম ধুলোয় লুটাচ্ছে,
তবু মস্তিষ্কের নিউরনে ভাবনা প্রান্তে ভালোবাসা খুজে হাতরাচ্ছো তুমি!

শুনশান ফুটপাত,
ডাস্টবিনের উৎকট গন্ধ,
হর্ন বাজানো নেশাতুর ট্রাম!
ভালোবাসা আর ভালোবাসা।
নিয়ন আলো,
যাযাবর ঘুমের গোঙানি!
ভালোবাসা আর ভালোবাসা।
চারিধারে শুধু ভালোবাসার মিছিল!
তবু প্রেমহীন তুমি আমি নবনীতা!

ভালোবাসার মিছিল।।
১৪ অগ্রহায়ণ, ১৪২৪।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.