| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সুন্দর ভোর,
সকাল রোদের কিরন,
কুয়াশামাখা পথঘাট,
চাদর মুড়ি দেয়া জনপদ।
ধানের ডগায় শিশিরজল,
হীরের মতই উজ্জল।
ঠিক তোমার মত,
তোমার মনের মতই সবটা।
কবিতার উপমা তোমার মত,
স্নিগ্ধ সকালটা তোমার মত।
বুনো শালিকের ডানা মেলা তোমার মত,
সকালের সূর্যোদয় তোমার মত।
সুপ্রভাত বঙ্গ মা।
সুপ্রভাত।।
কার্তিক ১৭,১৪২৪ 
©somewhere in net ltd.