নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যকে খুঁজে পাবার আশায়..............।

হায়দার সুমন

জেগে আছি, জেগে থাকি স্বপ্নকে বেঁচে রাখার মহতী আশায়

হায়দার সুমন › বিস্তারিত পোস্টঃ

তোমার অপেক্ষায়...

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ভ্রান্তির অবকাশে অপেক্ষায় আছি

তোমার জন্য - সতৃষ্ণ নয়নে,

শেষ বিকেলের বৃষ্টির ছোয়ায়

সাদা মেঘের শুভ্র আবরণে।



কাশফুলের ঢেউয়ে আঁকি

হৃদয়ের অস্ফুট ক্রন্দন,

সবুজ দূর্বা হয়ে আমি-

করবো তোমায় স্নিগ্ধ আলিঙ্গন।



তোমার জন্য অকুণ্ঠিতচিত্তে

দান করবো শিশির স্নাত রোদ্দুর

এক নিঃশ্বাসে পাড়ি দিব

আগুন ঝরা নিস্তব্ধ-নিঃসঙ্গ দুপুর।



শেষ বিকেলের ছায়া হয়ে

তোমার জন্য অন্তহীন অপেক্ষায়,

রংধনুর রং-এ হোলি খেলি

নীল আকাশের বিশালতায়।



ঘরফেরা পাখিদের কিচির মিচির

সদ্য প্রসূত আঁধার-মন চঞ্চল,

সন্ধ্যা প্রদীপের মিটিমিটি আলোয়

করবে তোমায় বিহ্বল।



রাতের আকাশে মেঘ আর জোস্না

মগ্ন দু'জনে বজ্রলীলায়,

জোনাকির আলোয় করবো স্নান

অনন্তকাল তোমার অপেক্ষায়।





মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭

আরজু পনি বলেছেন:

জোনাকির আলোর স্নান করা ব্যাপারটা ভাবতেই দারুণ লাগছে ।
শুভেচ্ছা রইল কবির জন্যে ।।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৩

হায়দার সুমন বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা আপনাকেও

আপনার মত একজন সেলিব্রিটির আমার ব্লগে আসা পরম ৌভাগ্যের। ...........

২| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর কবিতাটা !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৭

হায়দার সুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

দেবজ্যোতিকাজল বলেছেন: চেনা কিছু শব্দে আঁকা কবিতা । ভাললাগল :D:D:D:D:D

১৬ ই মে, ২০১৬ রাত ১০:৩৬

হায়দার সুমন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.