![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ফোনকল
এই তীব্র শীতেও দিতে পারে উষ্ণতা।
সেই উষ্ণতায়
এই রাত্তিরে ছুটে যেতে পারি শাহবাগ।
ফুলের দোকানের এসে ঠায় দাড়িয়ে
গুটিকয়েক গোলাপ নেড়েচেড়ে
ক্ষনিক হারিয়ে মৃন্ময়ী মনে ভাবি
একটি বার্থডে,গুটিকয়েক গোলাপ;
একটি বার্থডে কেক,কিছু মোমবাতি।
সাধারণ বার্থডে,গোলাপ, কেক
আর মোমবাতি নয়।
সেথায় মিশে আছে ভালবাসা
সাধারণ ভালবাসায়
অসাধারণভাবে তাকে ছোঁয়ার আহবান ।
মোমের আলোয় আলোকিত রাত্রি
অপেক্ষা শুধু আরেকটি ফোনকলের।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫
অর্কিড নীহারিকা বলেছেন: ভাই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম।
ঘুম ভেঙেগছে ।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩
মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর হয়েছে।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
অর্কিড নীহারিকা বলেছেন: ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০
অতৃপ্ত কল্পনার মানব বলেছেন: ক্রিরিং ক্রিরিং..... { ফোন বাজিতেছে }