![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনও বসন্ত ছেড়ে চলে যাই,
নগরী সেঝেছে আজ বসন্তের ঢঙে।
বসন্তের রঙে 'কপোত-কপোতী' সেঝেছে
কপোতীর আড়ম্বর অদ্ভুত সাঁঝ।
সেঝেছে ফুটপাত ফুলে,রাজপথ আল্পনায়।
এমন সাঁঝে আমি অভ্যস্ত নই।
এমনও দিনে ভালবাসা ছেড়ে, চলে যাই
শহর সেঝেছে আজ ভালবাসায়।
ফিকে ভালবাসায়,তার সবটা জুড়ে অভিনয়।
এমন ভালবাসায় আমি অভ্যস্ত নই।
কেউ একজন আছে গোধূলির সীমানায়
দিনশেষে অপেক্ষায়।
আমি বিলীন হবো রক্তিম গোধুলিকায়
রেশমি চুড়ি পরা হাতে হাত রেখে,
বিলীন হবো একগুচ্ছ হলুদ গাঁদায়।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪
অর্কিড নীহারিকা বলেছেন: ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৩
মায়াবী রূপকথা বলেছেন: এটা বললাম বেশ ভালো হয়েছে ভাইয়া।