![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার ধবল হাতের
রেশমি কাচের চুড়ি হতে চাই।
মেহেদী রাঙা হাতের
তালুর ফুল হতে চাই।
সকালবেলায় কলেজ যাত্রায়
তোমার সাথে যোগ হতে চাই।
দুপুরবেলায় দস্যিপনায়
তোমার সাথে গুম হতে চাই।
আধার রাতে
তোমার গলার গুন গুন হতে চাই।
শিশির ভেজা
কোমল পায়ের নুপুর হতে চাই।
নিশুতি শীতে
তোমার গায়ের শাল হতে চাই।
হঠাত করে হাস্যরসে হাসির কালে
তোমার গালের টোল হতে চাই।
আমি তোমার কাজলকালো
ডাগর চোখে খুন হতে চাই।
©somewhere in net ltd.