![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্নি চেয়ারে বসে ঝিমুচ্ছে।
টেবিলের উপর এটোমিক
মলিকুলারের শীট।
আগামী সপ্তাহে দুইটা ক্লাস
টেষ্ট।সেজন্যই গভীর রাতে ঘুম
থেকে পড়ার টেবিলে বসা।বারবার
মাথা নুয়ে টেবিলে পরছে।
তন্দ্রামতন এসে গিয়েছে। মনোযোগ
বসাতে পারছি না হাইড্রোজেন
স্পেকট্রাম অফ বাল্মার সিরিজে।
কি আর করা।
কাথামড়ি দিয়ে শুয়ে গেল।
তন্দ্রা থেকে নিদ্রা।গভীর
নিন্দ্রা।আবছা চাঁদের
আলো এসে পরছে রুমে।জানালার
নীল পর্দা আর চাঁদের আলোর
সন্নিবেশে অপরিচিত রঙে রুমের
সৌন্দর্য আরো বেড়েছে। কতক্ষণ
ঘুমানো হল মনে নেই। অর্নি হঠাৎ
দেখতে পেল তার চেয়ারের
উপরে একটা সাদা জন্তু বসে।
দবদবে সাদা লোম। চোখদুটো নীল
মার্বেলের মত।
জিহ্বাটা ঝুলে আছে।
অনেকটা ভালুকের মতন। বরফের
দেশে সাদা ভালুকের একটা ভাল
নাম আছে।কি যেন নামটা?
অর্নি নামটা মনে করতে পারছে না।
কিছুতেই মনে আসছে না নামটা।
কি ভালুক যেন বলে।কিন্তু এই
ভালুকটা এতরাতে রুমে ঢুকল
কি করে?
অর্নির স্পষ্ট
মনে আছে সে দরজা জানালা
লাগিয়ে ঘুমিয়েছিল।
তাহলে ভালুকটা ঢুকল কি করে? আর
এখানে ভালুকই আসবে কোথা থেকে।
অর্নি ঠিক বুঝে উঠতে পারছে না।
আচ্ছা ভালুক কি কামড়ায়? এই
ভালুক মনে হয় কামড় দেবে না।
মনে পরছে না।অনেক কিছুই
মনে করতে পারছে না সে।
আপাদত কামড়ানোর লক্ষণ
দেখা যাচ্ছে না।আর অতটা ভয়ংকরও
লাগছে না।কিন্তু সবকিছু কেমন
যেন অদ্ভুত ঠেকছে। শ্বেত ভালুক।
হ্যা শ্বেত ভালুক।
নামটা মনে পড়েছে। কিন্তু
জিহ্বাটা কেমন নেমে আছে।
ঝুলে আছে আবার লালাও পরছে।
এটাতো কুকুর মনে হচ্ছে।
জিহ্বা আর লালা পরার জন্য
কি কুকুর মনে হচ্ছে। কুকুর
কি দবদবে সাদা হয়।কিছু
বিদেশি কুকুর
সাদা হয়। কিন্তু চোখ।নীল
মার্বেলের মত চোখ কি কুকুরের হয়?
এবার অর্নির ভয় ভয় লাগছে।যদি কামড়
দেয়।অর্নি স্বপ্ন
দেখছে না তো।কেমন যেন সবকিছু
তালগোল পাকিয়ে যাচ্ছে।এখনও
ভোর হতে সময় লাগবে মনে হচ্ছে।
চাঁদের
আলোটা স্পষ্ট বোঝা যাচ্ছে।
অর্নির চোখদুটো ছোট হয়ে আসছে।
সে পরপর দুইবার হাই তুলল।
চোখজুড়ে রাজ্যের ঘুম।
কুকুরটা চেয়ে আছে।নির্লিপ্ত
চোখে চেয়ে আছে।এটা কি কুকুর
না ভালুক অর্নি বুঝতে পারছে না।
বুঝতে পারছে না স্বপ্ন
না বাস্তব।
সে সবটা জানতে চায়।কিন্তু।
কিন্তু ঘুমিয়ে যাচ্ছে।
অর্নি ঘুমিয়ে যাচ্ছে।আর চোখ
মেলে থাকতে পারছে না।
স্বপ্ন না বাস্তব। কুকুর
না ভালুক।আগামীকাল
ঘটনাগুলো কি অর্নির মনে থাকবে?
ঘুম থেকে জাগার পর
মনে থাকবে কি?
©somewhere in net ltd.