![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্তের এই শেষ বিকেলে আগমনী বার্তা নিয়ে হঠাৎ বৈশাখ আসে ।ঠিক বৈশাখ নয় আসে কালবৈশাখী।কালবৈশাখীর অন্ধকার।ঘনকালো অন্ধকার। সাথে ধমকা হাওয়া। ধূলোবালিময় হাওয়া।বিজলির ঝিলিক।দীর্ঘসময়ের বিদ্যুৎবিভ্রাট।
তারপর বৃষ্টির ছিটা।সন্ধা গড়িয়ে রাত বাড়ে। বাড়ে
রাতের নির্জনতা।সুনসান নিরবতা।
হলের ছাদে দাড়িয়ে আমি, বাতাসের তীব্রতা বাড়ে।বাড়ে আমার মনের তীব্রতা।সেই গ্রাম্য কৈশোরে ফিরে যাওয়ার
আকাঙ্ক্ষা বাড়ে। কালবৈশাখীর সেই গ্রাম্য সন্ধায় ফিরে যাওয়ার ইচ্ছায় বিহ্বল আমার দেহমন। দৌড়দাপ,
লাফঝাঁপ ।বাতাসের সাথে পাল্লা দিয়ে ধানক্ষেতেরআইল ধরে
দৌড়ানো।বৈশাখী ঝড়ো হাওয়া শেষে আম কুড়ানো। কখনও সখনও বৃষ্টিতে ভিজে ভিজে অন্যদের সাথে পাল্লা
দিয়েও আম কুড়ানো।বৃষ্টিতে ভিজে নুডুভুডু হয়ে কাঁপতে
কাঁপতে বাড়িতে ফিরে মায়ের বকুনি শোনা।
এইসব মনে করতে করতে হাহাকার
বাড়ে।হাহাকারের শূন্যতা বাড়ে।
শূন্যতাবোধে নিঃসঙ্গতা বাড়ে।
©somewhere in net ltd.