![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোলস /
জোনাকিরা আলো জ্বালে নি আজ,
অভিমানে নেমেছে,অভিযোগে নয়,
বিরান ভূমিতে ভূমিকাটা স্বল্পবিস্তর;
উপসংহার বহুদূরের নক্ষত্র অভিযান।
বিপথগামী হতে যেয়ে ,
বহুদূরের আকাশ দেখি
খসে যাওয়া তারা দেখি
মাঠের প্রান্ত থেকে প্রান্তদেশ খুঁজি।
অদূরে কুপি হাতে নারীস্বত্তার আগমন
লাল হলুদাভ আলোয় তার চিবুকের কম্পন
ঘর্মাক্ত নাক,তার এগিয়ে আসা দেখি।
হাটুগেড়ে বসে আছি,
সে আসে আস্তর খুলে,
ঠোটের কম্পনে ভাবোদয় হয়
ভাবোদ্দীপক হয়,ভয় হয়।
ওষ্ঠে ওষ্ঠে মিতালি ,শিরদাঁড়া কেঁপে কেঁপে;
আধারেই আলোড়িত দুটি দেহস্বত্তা।
দ্বিকবিদ্বিক আলোকিত,
আলোড়িত মানব-মানবী'র খোলস খুলে
২| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে কবিতা।
+++
৩| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ২:১৭
অর্কিড নীহারিকা বলেছেন: ধন্যবাদ ভাই।ভাল থাকবেন।
৪| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কবিতা ভাল হইসৈ।++
৫| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৪
অর্কিড নীহারিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।আপনার মন্তব্যই প্রেরণার উৎস।
৬| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৭
অর্কিড নীহারিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।। #কলমের_কালি_শেষ।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৭
জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে