নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সবকিছিই স্বপ্নিল হবে।আমার ফেবু আইডি নাসির উদ্দীন বাকী

অর্কিড নীহারিকা

Nasir Uddin Baki

অর্কিড নীহারিকা › বিস্তারিত পোস্টঃ

এইতো শুরু

১৮ ই মে, ২০১৫ দুপুর ২:৫৭

মেয়েটাকে আমি চিনি না। জানিও
না।হঠাৎ করে আমার একটা পোস্ট এ
মেয়েটা কমেন্ট করল।নাম দেখে
চিনলাম না।প্রোফাইলে গিয়ে
দেখলাম মেয়েটা আমার স্কুলেরই
জুনিয়র ছিল।কিন্তু কোন পিক দেওয়া নাই।

তারপর লাইক কমেন্ট। প্রত্যেকটা
পোস্টেই লাইক কমেন্ট।আমিও ঋণী
থাকব কেন?বেহিসেবি লাইক কমেন্ট
দিয়ে ঋণের ভার হালকা করলাম।
একদিন মেয়েটাকে নক করলাম।
মেয়েটাও সাড়া দিল।এভাবেই শুরু।


বাসায় যাওয়ার পর এক বন্ধুকে নিয়ে
একদিন রেস্টুরেন্টে গেলাম।নাস্তা
অর্ডার করে দুই বন্ধু মিলে খোসগল্পে
মেতেছি।এমন সময় পাসের টেবিলে
তিনজন তরুণীর আগমন।তারা বসতে বসতে
গোলাপি সাদা ব্যাগ আছে যার সেই
মেয়েটাকে বলল,
কি খাবি বল মৌমিতা?
নামটা শুনে প্রথমে মস্তিষ্কে পরে
হ্রৎপিন্ডে একটা শীতলতা অনুভূতি বয়ে
গেল।ফোনটা কানে নিয়ে বললাম,
হ্যালো মৌমিতা।
পাসের টেবিলের মেয়েটা
বলল,আমাকে বলছেন!
আমি বললাম আপনি কি মৌমিতা
আফরিন?
- জ্বী ভাইয়া?
আমি বললাম,ও সরি আমি ফোনে কথা
বলছিলাম।
মেয়েটার চোখে নির্লিপ্ততা
দেখলাম।চাপা অভিমান দেখলাম।
চিকচিক জলের আভাও দেখলাম।
আমি ফোনে ভুজংভাজাং কথা বলে
রেখে দিয়ে বন্ধুর সাথে আড্ডায় মন
দিলাম।


রাতে ফেইচবুকের ইনবক্সে ঝড় বয়ে
গেল।অভিমানের ঝড়।অভিযোগের
সালতামামি। রাগের মিশ্রনাভূতি।
বোকা বনে যাওয়ার চাপানুরাগ।
এবং সবশেষে দুটি প্রাণের স্পন্দিত
নির্ঘুম রাত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.