নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সবকিছিই স্বপ্নিল হবে।আমার ফেবু আইডি নাসির উদ্দীন বাকী

অর্কিড নীহারিকা

Nasir Uddin Baki

অর্কিড নীহারিকা › বিস্তারিত পোস্টঃ

অভিমান থেকে অভিনয়।

১৯ শে মে, ২০১৫ রাত ১২:৩২

১৮ + অস্থির কথোপকথন /

-হ্যালো, লাবণী !তুমি কি আমাকে
ফোন দিয়েছিলে?
-ফোন দিয়েছি কি, দেই নাই তা তোর
মোবাইল চেক করলেই তো হয়।
-তুমি এভাবে কথা বলছ কেন,লাবণী ?
-এভাবে কথা বলবো না তো কিভাবে
কথা বলবো তোর সাথে,তোরে ফোন
দিছি সন্ধায় আর এখন বাজে রাত ১২
টা।এতক্ষন তুই কোথায় ছিলি?কি করলি
এতক্ষন?

-তুমি তো জানই আজকে আমার এক্সাম
ছিল?এক্সাম শেষে রুমে এসেই ঘুমিয়ে
গিয়েছি।ঘুম থেকে জেগে দেখি
ডাইনিং বন্ধ ,তাই বাইরে খেতে
গিয়েছিলাম? এই মাত্র আসলাম এসেই
দেখি তোমার এত্তগুলা ফোন।আর
মোবাইল তো চার্জে দিয়েছিলাম।
বাইরে যাওয়ার সময় নিতে ভুলে
গিয়েছি।

-এই খবরদার মিথ্যে বলবি না?বল তুই
এতক্ষন
মৌমিতার সাথে ফোনে কথা বলস
নাই?
-কি যা তা বলছ,লাবু?
-তোমাকে কতবার বললাম মৌমিতা শুধু
আমার গল্পের কল্পিত তরুণী? তার
আড়ালে তুমিই ছিলে?
-কি বললি তুই,আমি আড়ালে ছিলাম?
এখন আমাকে আড়ালে পাঠিয়ে
দেওয়া হচ্ছে। হ্যা,কালকে তুই আমার
সাথে দেখা করবি?তরে আর তোর
কল্পিত তরুণীরে আমি কুড়াল দিয়া
কুবাইয়া আড়াল কইরা দিমু।
-লাবু!ললাব্বু!আমার লাবন্য!রাগ করে না
সোনা!
-এই ঢং বাদ দে।তোর ঢংয়ের
গুস্টিকিলাই।
-প্লিজ লাবু!লাবু আমার লাবু!তুমি এত
অবুঝ কেন?
-কি আমি অবুঝ?মৌমিতারে নিয়া
স্ট্যাটাস দিলি আর তাতে লাইক আর
কমেন্টসের বন্যা বয়ে গেল।কই আমারে
নিয়া তো কোনদিন স্ট্যাটাস দিলি
না।


-সরি,লাবু সোনা।আজকেই তোমারে
নিয়া ইয়া বড় স্ট্যাটাস দিমু।
স্ট্যাটাসে শুধু তুমি আর আমি।
স্ট্যাটাসের বাইরেও শুধু তুমি আর আমি।
আমি আর আমার লাবণী
সোনাপাখিটা।

-আচ্ছা থাক!আর ঢং দেখাইতে হবে
না।আবার যদি দেখি না, কোন
মেয়েরে নিয়া স্ট্যাটাস দিছস?
-কোনদিন না।জীবনেও না।মরনেও না।
তুমি ছাড়া কোন মেয়েকে নিয়ে
স্ট্যাটাস দিব না।দিব না।দিব না।ভদ্র
লোকের তিন কথা।


-কি ,মনে হয় কিছু খাচ্ছিস?
-হুম!চুইংগাম!
-ও আচ্ছা। তো চুইংগাম চাবাও।ভাল
করে চাবাও।এখন আমি রাখি
বাকীবাবু।
-রেখে দিবা!
-রেখ দিব না তো কি করব ,বাবু।
-না,একটু ইমোতে আস না।তোমাকে খুব
দেখতে ইচ্ছে করছে লাবুসোনা।
-না। এখন আমি ঘুমাবো কাল সকালে
ক্লাস আছে।
-প্লিজ লাবনী সোনাপাখি!আস না
একটু ,আমি কিভাবে চুইংগাম চাবাই
দেখ।আমার দাতগুলা দেখ। আস না দুইজন
মিলে চুইংগাম চিবাই।
-ও এই আছে তোমার মনে।এখন ওসব চলবে
না। যাও পড়ালেখা কর বাবু নেক্সট
এক্সাম ভাল করতে হবে না।
-তা তো করবই। তার আগে তুমি ইমোতে
একটু আস না।
-না ।এখন আমি নাইট ড্রেস পড়ে আছি।
আসা যাবে না, লক্ষীবাবু ।
-কি হয় একটু ইমোতে আসলে।হুম!আস না।
-আচ্ছা যাও।আসতেছি,তুমি আমার
চোখের দিকে তাকায়া থাকবা,বুচ্ছ,
ঐদিকে তাকাবা না।আর ঐসব করতে
বলবা না।


-আচ্ছা লাবু সোনামণি।তুমি এত্তগুলা
ভাল।তুমি এত্ত এত্ত সুইট।
-ওকে,নেট কানেকশন দাও। আমি ফোন
দিচ্ছি।

-এত আস্থির হচ্ছ কেন? কানেকশন
দিতেছি।বাকীটা তুমি কর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.