![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ থেকে সাত বছর আগে।হ্যা সাত
বছর!কোন এক গ্রীষ্মের দুপুরে। দুপুর ১২টায়
প্যান্ট শার্ট পরে বাড়ি থেকে বের
হওয়ার সময় দাদির সাথে হাসি দিয়ে
কথা বলে চলে আসতেছি।দাদী
বলেছিল, যেমন হাসি হাসি মুখে যাচ্ছ
দাদু তেমন হাসি হাসি মুখেই ফিরে
এসো।কিছু না বলে আরেকটা হাসি
দিয়ে চলে আসলাম।রাস্তায় নেমে
দেখি প্রচন্ড রোদ। যার ফলে প্রচন্ড গরম।
এক কিলোমিটার পথ পায়ে হেটে
তারপর ভ্যানে উঠলাম। গন্তব্য
ফুলবাড়িয়া উপজেলা। আমাদের
উপজেলা শহর। উদ্যেশ্য সদ্য দেওয়া
এস.এস.সি. পরিক্ষার রেজাল্ট জানা।
উপজেলা শহরে এসে প্রথমে বন্ধু মুডু
মনিরের সাথে দেখা ।দোকানে বসে
আড্ডা দিচ্ছি ।হঠাৎ মুডু মনিরের
মোবাইলে ফোন দিয়ে কেউ একজন
জানালো রেজাল্ট পাবলিশড হয়ে
গেছে।কোথায় গেলে রেজাল্ট
পাওয়া যাবে?দুইবন্ধু তুমুল উত্তেজনায়
দৌড়িয়ে মেক্সিস্টেশন এসে বন্ধু
মাসুদের কাছে জানলাম।আমাদের স্কুল
থেকে ১২জন এ+ পাইছে।কে কে
পাইছে? মাসুদ বলতে পারল না।শুধু বলল
বন্ধু লিখন পাইছে।আর ওর রেজাল্ট
জানালো। আরো বলল বইঘর
লাইব্রেরীতে গেলে রেজাল্ট
পাওয়া যাবে।রেজাল্ট শীট বইঘর
লাইব্রেরীতে আছে।আবার দৌড়।
হাপাতে হাপাতে লাইব্রেরীতে
এসেই দেখি রাস্তার ওপাশে বন্ধু
সজিব আমাদের প্রধান শিক্ষিকের
সাথে কথা বলতেছে।
প্রধান শিক্ষক রিক্সায় ছিলেন।স্যার আর সজিবের কথোপকথন ছিল-
স্যারহাসি হাসি মুখে)সজিব
আমাদের স্কুল থেকে ১২ জন এ+ পাইছে।
রিপন,তারিফ, শোভন পাইছে।তুমিও মনে
হয় পাইছ।আচ্ছা তোমার রোল
নাম্বারটা বল?
সজিব: (ঘেমে ঘেমে)রোল নাম্বার বলল।
স্যার:হ্যা, তুমিও পেয়েছ এ+।
স্যারের রিক্সা চলে গেল।বন্ধু সজিব
বিশ্বজয়ের হাসি দিয়ে রাস্তার
ওপাশ থেকে এপাশে আসল।আমি আর মুডু
মনির এতক্ষণ স্তব্দ হয়ে দাড়িয়ে দূর
থেকে স্যার আর সজিবের কথোপকথন
শোনছিলাম।স্তব্দতা কাটিয়ে
লাইব্রেরী থেকে দুই টাকায় করা
রেজাল্ট শীটের ফটোকপি দশ টাকায়
ক্রয় করে আমার রেজাল্ট দেখি আমিও
বিশ্বজয়ের হাসি দিয়েছিলাম।বন্ধু
সজিবের সাথে প্রথমে হাত পরে বুক
মিলাইলাম।আমার সেই হাসির একমাত্র
সাক্ষী সজিব।
হাত মেলানো!বুক মেলানো!সেই
হাসি!
এখনও চোখে ভাসে। এইতো সেদিন!
এইতো সেদিন!সময়টা সাত বছর আগের।
সেই সজিব অনার্স ফাইনাল এক্সাম
দিয়ে দিছে।বন্ধু বান্ধবের আরো
অনেকেই অনার্স ফাইনাল দিবে এ
বৎসরই।আর আমি!
আমার বড্ড জানতে ইচ্ছে করে আজ
থেকে সাত বছর পর আমি কোথায় থাকব?
বড্ড জানতে ইচ্ছে করে?
ও হ্যা আমি কিন্তু বাড়িতে গিয়ে
দাদীর সাথে সেই হাসিমাখা মুখেই
কথা বলেছিলাম।
যারা এবছর এস.এস.সি তে এ+ পাও নি
এবং যারা ফেল করেছ।তাদেরকে কি
বলব?
বিখ্যাত মানুষের বিখ্যাত উক্তি।
Thomas Edison তার
রেজাল্টের আগে বলেছিলেন, “A single
sheet of paper can't decide my future”
এই কথাটা আমার মানতে বড় ইচ্ছে করে।
কিন্তু না কথাটা পুরোপুরি মেনে
নিতে পারি না।বাংলাদেশের
সাথে এই কথাটা যায় না।
বাংলাদেশে এই কথাটা যায় না।
মানায় না।
©somewhere in net ltd.