![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সকালের বৃষ্টি শেষে
সদ্য ভেজা কদম হাতে
আলতো করে গালে ছোঁয়ে
আমায় একটু ভেবে নিও।
এক দুপুরের তপ্ত রোদে
পিচডালা পথে ক্লান্ত হেটে
দূর পথিকের ছাতা দেখে
আমায় একটু ভেবে নিও।
এক বিকেলের সূর্যটাকে
দিনশেষে ডুবতে দেখে
ক্ষানিক ছোঁয়ার ইচ্ছে পুষে
আমায় একটু ভেবে নিও।
ঘুম থেকে তুমি হঠাৎ জেগে
নিশি রাতের চাঁদটা দেখে
জানালার ফাঁকের জ্যোৎস্না মেখে
আমায় একটু ভেবে নিও।
আমি তোমার পাশেই আছি।
এইটুকু তুমি জেনে নিও।
২| ১৭ ই জুন, ২০১৫ রাত ১১:৫৪
অর্কিড নীহারিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৩| ১৭ ই জুন, ২০১৫ রাত ১১:৫৭
বাকা পথ বাকা চোখ বলেছেন: সুন্দর
৪| ১৮ ই জুন, ২০১৫ রাত ১২:০৫
সাজেদুর রহমান সাজু বলেছেন: চমৎকার হয়েছে ভাই, চালিয়ে যান
৫| ১৮ ই জুন, ২০১৫ রাত ১:৪৭
অর্কিড নীহারিকা বলেছেন: ধন্যবাদ ভাই,দোয়া করবেন।# সাজেদুর রহমান সাজু
৬| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ২:২৬
অর্কিড নীহারিকা বলেছেন: ধন্যবাদ। # বাকা পথ বাকা চোখ
৭| ১৮ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫০
মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর লিখেছেন।
৮| ১৯ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৩
অর্কিড নীহারিকা বলেছেন: ধন্যবাদ ।মায়াবী রুপকথা।ভাল থাকবেন।
৯| ১৯ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৭
জেন রসি বলেছেন: সুন্দর হয়েছে।
১০| ১৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৬
অর্কিড নীহারিকা বলেছেন: ধন্যবাদ #জন রেসি।আপনাদের মন্তব্যই আমার অনুপ্রেরণার উৎস।
১১| ১৯ শে জুন, ২০১৫ দুপুর ১:০৮
আহমেদ জী এস বলেছেন: অর্কিড নীহারিকা ,
সুন্দর অনুভূতির কথা ছন্দে বন্দি করেছেন ।
আলতো করে গালে ছোঁয়ে
এই লাইনটির ছোঁয়ে শব্দটির বদলে যদি ছুঁয়ে বসাতেন তবে বোধহয় আরও ভালো লাগতো ।
শুভেচ্ছান্তে ।
১২| ১৯ শে জুন, ২০১৫ দুপুর ২:১১
অর্কিড নীহারিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া,ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য।লেখালেখিতে একেবারেই নতুন।তাই একটু ভুল করে ফেলি।ভাল থাকবেন।# আহমেদ জী এস
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৫ রাত ১১:৫২
আমি মিন্টু বলেছেন: চমৎকার বাহ! কি অসাধারন কবিতা