![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটা হিমু পড়েনি কোনদিন।
তারপরেও হিমুর মত ঘুরেফিরে, রাস্তার
ধারে
টংয়ের দোকানে চা পান করে,
সিগারেট ফুকে ,পাগলামি করে।
মানুষকে ভড়কিয়ে দেয়।বন্ধুবান্ধবকে
মুহুর্তেই হাসিয়ে দেয়।রাতদুপুর এদিক
সেদিক চলে যায়।
মেয়েটা বলল, “আমার হিমুটাইপ
কাউকে
পছন্দ নয়।”
মেয়েটার পছন্দ মিসির
আলীকে।তার আবার মিসির আলীর
সিগারেট ফুকাটা পছন্দ নয়।পছন্দ মিসির
আলীর সাধারণ জীবনযাপন। ভাললাগে
মিসির আলীর বিচক্ষণতা।ভাললাগে
জটিল জটিল সমস্যার সহজ সরল সমাধান।
ছেলেটা আমাকে বলল, “তাহলে দোস্ত
আমি মিসির আলী হয়ে যাই।”
আমি বললাম হয়ে যা।
ছেলেটা আবার বলে,“কিন্তু ওর তো
মিসির আলীর সবকিছু ভাললাগে না?"
তাহলে?
তাহলে কি?
আমি বললাম,“তাহলে তুই শুভ্র হয়ে যা।"
“এইটা আবার কে দোস্ত?"
“তুই কি “দারুচিনি দ্বীপ ” সিনেমাটা
দেখেছিস।"
“হুম দেখেছি।"
“দারুচিনি দ্বীপ,সিনেমার নায়ক
রিয়াজ হতে হবে তোকে।”
ঐ কানাবাবা!
হুম, কানাবাবা।
“তাহলে ওর সাথে কথা বলে নেই।ও
যদি যদি বলে ,তাহলে আজ থেকে
আমি শুভ্র হয়ে যাব।"
“হুম,কানাবাবা হয়ে যা।"
“একটা মোটা চশমা লাগবে তাইনা
দোস্ত।"
হুম লাগবে।
“আচ্ছা তাহলে ,ওর সাথে কথা বলে
নেই।"
“ওকে কথা বলে নে।"
©somewhere in net ltd.