![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে বলেছে মানুষ ওরা?
হাত,পা আর নাক,মুখ থাকিলেই; কি মানুষ হওয়া যায়?
গুনীজনের কদর ওরা করবে কি করে ভাই?
মানুষ হয়েও মানুষের মাঝে ওরা যে আর নাই।
আমি তুমি আমরা সবাই গুরু বলে মানি যারে;
শ্রদ্ধাভুরে বুক ফুলিয়ে তাঁর কথা বলি; যারে তারে,
তিনি আমার দেশের মানুষ, তিনিই যে আবার দশের মানুষ।
দেশের টানে,দশের টানে; ঘরের ছেলে ঘরে ফিরেছিলে।
হাজার হাজার কিশোর তরুন সবাইকে তুমি দেশ চিনিয়েছ;
“জয় বাংলার" মানে বুঝিয়েছ।
দেশের মানুষ কি দিয়েছে ;একটি বারও কি ভেবে দেখছ?
কে বলেছে মানুষ ওরা?
“চাবুক দিয়ে মারবে তারা"
এই কথাটি বলতে গিয়ে ঠোট কাঁপেনি; বুক কাঁপেনি;
তবে ,কি করে ওদের মানুষ বলি?
তুঁমি আমার মনের মানুষ।
তোমার আমার স্বপ্নের পুরুষ ।
আমরা কিছু তরুন পাগল,মনের কোণে ছোট্ট ঘরে ;
তোঁমার কথাতেই আশা রাখি,
জ্বরাঝির্ণ পেছনে ফেলে এগিয়ে যাবার স্বপ্ন দেখি।
তোঁমার ওমন মলিন মুখের কথা শুনে,
অপমানের সহ্য দেখে,
কি করে;আমারা পারি সবাই চুপটি করে বসে থাকতে?
২| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৯
চলন বিল বলেছেন: আমিও বলি নাই
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
আমি বলি নাই