![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ি ভোলার চরে, নদীর ধারে জলের কল্লোল পাই। আর চান্স পাইলে লিটলম্যাগে কবিতা ছাপাই।।
আমার পক্ষে কম নেয়া। মাংশ কেটে লাগবে দেয়া। মালিকের চাকরি করি। পুরটাই দিতে হবে, আই এম রিয়েলি স্যরি।
চলে আসবে চুপচাপ বসেন। হাসেন। কাশেন । চা খান। পান খান কোন সমস্যা নাই। আরে ভাই। কান দুটি মুখ এক। বেশি বেশি শুনতে হবে কম কম পেকপেক। ছেমরাটা যে কই যায়। কার পান কে খায় ! বমি করা মেয়ে। নিয়েন ওষুধ খেয়ে। জানালার কাছে বসেন। বাংলাকে ভালোবাসেন। বাংলা কী আছে আর । বাইরে তো অন্ধকার।
এমন করে বলছে কেনো। মেয়ে হলে যেন তেন । আসতে পারতো রাতে। দেখেনা ওই হাতে । মোবাইল আছে। ধারে কাছে। হয়তো কেউ নিতে আসবে। ভালো বাসবে। দেখবেন হা করে। গাড়ির মধ্যে চরে। এতো কুচিন্তুা কেমন করেন। এই যে এই টিকেট ধরেন।
কয়টা টাকা কম নেন। কইরেনা আর গেনরগেন। অসম্বব কম নেয়া। মাংশ কেটে লাগবে দেয়া। মালিকের চাকরি করি। পুরটাই দিতে হবে, আই এম রিয়েলি স্যরি।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
মিজানুর রহমান (মিজান) বলেছেন: Shahbaghe Ay Dost.
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
বলাক০৪ বলেছেন: ?