![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ি ভোলার চরে, নদীর ধারে জলের কল্লোল পাই। আর চান্স পাইলে লিটলম্যাগে কবিতা ছাপাই।।
বনে গেলে পর। কি বা বাড়ি ঘর। কি বা ঘরের টান। বন বুঝি পশুদের ফুলের বাগান। মনে হয় উড়ি। মেঘ যেন ঘুড়ি। আমি যেন পাখি। মনে হয় বাঘ হয়ে বনে শুয়ে থাকি। উড়ে যাই আকাশে। চাঁদ হয়ে রয়ে যাই সূর্যের পাশে।
এমন আজব বন। প্রত্যেটি গাছ যেন মরে যাওয়া কবিদের শৈল্পিক মন। লক্ষ লক্ষ শিশু যেন নেংটো দাঁড়িয়ে আছে। বাতাস এলে মনে হয় শিশু সব নাচে।
কত লতা পাতা। যেন সব মায়েদের নকশি কাঁথা। গায়ে দিয়ে শুয়ে থাকি। লাল নীল কত পাখি। উড়ে আসে কাছে। গাছে গাছে। ছোট ছোট ফল। চারিদিকে জল।
দূরে কাছে দূরে। বাতাস আসে, বাতাস যেন হাজার শিশু কাঁদছে করুন সুরে। আমি শুয়ে আছি। বাতাস এলে মনে হয় শিশুদের সাথে নাচি।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
হাসান মাহবুব বলেছেন: সুন্দর...
৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:২১
মিজানুর রহমান (মিজান) বলেছেন: যে
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১
এক্সপেরিয়া বলেছেন: বাতাস এলে মনে হয় শিশুদের সাথে নাচি ।