নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই ভালো লাগে না । অনেক অভিযোগ । তারপরও দিন কেটে যাচ্ছে ।

খানখান

Nothing to say

খানখান › বিস্তারিত পোস্টঃ

ভিআইপি রা সাবধান

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৮

মিশুক মুনির/তারেক মাসুদ অথবা সাইফুর রহমান এর গাড়ি কেন এক্সিডেন্ট করলো? তাদের ড্রাইভার তো অনেক অভিজ্ঞ হওয়ার কথা। আমি নিজে নিজের গাড়ি ড্রাইভ করি গত পাঁচ বছর ধরে। গাড়ি নিয়েই দেশের অনেক জায়গা ঘুরেছি। ঢাকা শহরের মধ্যেও ঘুরেছি। যখন কোন মিডিয়া অথবা কোন ভিআইপি এর গাড়ি দেখি, বুঝি যে তাদের মানুসিকতা। রং সাইড ব্যাবহার ও ওভার টেক এর সময় পাওয়ার এক্সেস এর প্রবনতা প্রবল তাদের মধ্যে। ওনাদের ড্রাইভার রা মনে করে আমার সাথে তো আমার বস আছে যিনি মিডিয়ার বড় রিপোর্টার অথবা এমপি-মিনিস্টার এর পোলা-ভাইগ্না। তাই সেসব গাড়ির মুভমেন্ট ই অন্যরকম হয়। অনেক টা ডোন্ট কেয়ার টাইপ এর। এমন একটা ভাব যে আমাকে একটু টাচ কইরা দেখ। বাপের নাম ভুইলা যাবি। আমি নাহয় ঢাকার মধ্যে বুঝলাম যে ওই গাড়িতে বাঘের বাচ্চা আছে। কিন্তু মামা হাই ওয়ে তে কি করবা? হানিফ বা সউদিয়ার ড্রাইভার তো আর তোমারে চিনেনা। ভাব দেখাইবা তো ডলা খাইবা। সুতরাং ভি আই পি দের কে বলছি... পাকনা ড্রাইভার ও মানুসিকতায় লাগাম দেন নাইলে ডলা খাওন লাগব।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.