![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার দুল দুটি দুলকি মেরে
আমার হৃদয়ের মাঝে লুকিয়ে থাকা
নিষ্প্রভ যৌবনকে কাছে ডাকছে,
গ্রীবায় ওষ্ঠদ্বয়ের
চাপানো যন্ত্রণা নিয়ে
সুখ সমর্পণের সন্ধি করতে কাছে টানছে।
আজন্ম যন্ত্রণাকে বরণ করে
নিষ্প্রাণ যৌবনকে-
সবলে আঘাত করতে চাইছে,
আঘাতে তাড়িত করে
উদ্দীপিত যৌবন উপঢৌকন দেওয়ার
সুযোগ নিতে সময় খুঁজছে।
আমাকেও অনিনবদনীয়-
সে সুযোগের অপেক্ষায় বহুকাল
নির্ঘুম রাতের সাথে মিতালী করতে হয়েছে,
আজ শুধুই-
সে নিষ্প্রভ যৌবনকে তাড়িত করে
নিজের মত উপভোগের জন্য সময় এসেছে।
তুমি দুল দুটি খুলে কাছে এসো
ভালবাসার নকঁশীকাথা-
তোমাকে আমার সাথে ডাকছে,
দিতে হবে যন্ত্রণাদের বিদায়
নিতে হবে সুখের বিনোদ
এসো অতি সন্নিকটে আমার মর্মস্থলের কাছে।
=====০০০=====
©somewhere in net ltd.