নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুই দিনের এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির

অভদ্র চিন্তাবিদ

হক্ব কথা বলি। তাই অনেকের কাছে আমি অভদ্র।

অভদ্র চিন্তাবিদ › বিস্তারিত পোস্টঃ

আমার নকল করা জেমসের সেই বিখ্যাত গান!!

১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৭

তুমি নন্দিত, আল্লামা সাঈদীর লাখো মানুষের জলসায়,

আছো হেফাজত, জামাত, তাবলীগ, চরমোনাইদের ঈমানী চেতনায়।

তুমি মুফতী আমিনীর রক্তে আগুন ধরা জ্বালাময়ী সে ভাষন,

তুমি মাদ্রাসা-মক্তবে মিশে থাকা শায়খ হাফিজ্জীর স্বপন।

তুমি ছেলে হারানো শহীদমাতার ২০১৩ এর দিনগুলী,

তুমি বুকের মাঝে আগলে রেখেছ শাহ- জালালের পদধুলী।

তুমি পাঁচ কিংবা তার অধিক হাজারো শহীদের প্রাণ,

তুমি শাপলাচত্বরে ঘুমরে উঠা স্বজনহারা সেই গান।

আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালবাসি,

তুমি বারো আউলিয়ার পুন্যুভূমি তাই তোমায় ভালবাসি।

তুমি মুহিব খানের বিপ্লবী কবিতা "ইঞ্চি ইঞ্চি মাটি"

তুমি সীমাহীন ত্যাগে গড়ে উঠা ধর্মীয় রাজনীতির ঘাটি।

তুমি সুরের পাখি আইনুদ্দিনের দরদমাখা সেই গান,

তুমি মাওলানা ভাসানীর সর্বনাশা ফারাক্কামুখী অভিযান।

তুমি শাইখুল হাদীসের দীপ্ত ভাষায় বোখারীর তাশরীহ,

তুমি চরমোনাই পীরের জবানে জারী মহান রবের তাসবীহ।

তুমি শহীদ মাজলুম কাদের মোল্লার অশ্রুসিক্ত গোর,

আল্লামা ওলিপুরী, মুফতী ওয়াক্কাসের নতুন দেখা সেই ভোর।

তুমি "নাস্তিক মুক্ত বাংলা গড়ার"

তেজদ্দীপ্ত হুংকার,

তুমি লাখো মুমিনের দীপ্ত শপথে বেজে উঠ বারবার।

তুমি প্রতিটি পংগু জামাত-হেফাজতীর অভিমানের সংসার,

তুমি দোয়া,মুনাজাত,রাতের তাহাজ্জুদে কেঁদে উঠা হাহাকার।

আমার প্রাণের বাংলা,,,,,,,,,
( বি: দ্র:) গানটি সর্বপ্রথম নকল করেছিলাম ২০১৪ সালে। ফেসবুক ও অনলাইনে গানটি ব্যাপক চর্চা হয়। অনেকেই গানটি নিজস্ব মতধারায় এডিট করে পোস্ট করেছিলেন। টুডে ব্লগে ও গানটি পোস্ট করেছিলাম। আজ সামু ব্লগে পোস্ট করলাম। কেমন হল জানাবেন?
আরেকটি কথা! জেমসের মুল গানে যে সব মনিষীদের কথা বলা হয়েছে আমি সবাইকে শ্রদ্ধা করি। তবে ইসলামিক ঘরানায় গানটি এভাবে হলে কেমন হত তা বুঝার জন্যই নকল করার ক্ষুদ্র প্রয়াস।

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব ভালো লিখেছেন , তবে নকল না করে কি লিখা যেতোনা?

১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৭

অভদ্র চিন্তাবিদ বলেছেন: যাজাকাল্লাহ খাইরান। আসলে ভাইয়া! জেমসের মুল গানটি এতটাই ভাল লাগে আমার যে সেই ধাচেই নকল করে ফেলি। ধন্যবাদ আপনাকে।

২| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভাল্লাগলো ভাই..... আমার।

১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৮

অভদ্র চিন্তাবিদ বলেছেন: যাজাকাল্লাহ খাইরান।

৩| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি উত্তরের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আছি আপনার সাথে,
এগিয়ে যান,
শুভ কামনা ও ভালোবাসা থাকল ভাইয়ু।

১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫০

অভদ্র চিন্তাবিদ বলেছেন: প্রীত হলাম ভাইয়া! আপনাদের অনুপ্রেরণা আমাদের পাথেয়।

৪| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৫

সাগর কর্মকার বলেছেন: চমৎকার....

১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫১

অভদ্র চিন্তাবিদ বলেছেন: যাজাকাল্লাহ খাইরান

৫| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৬

মিস্টার কিলবিল বলেছেন: এই পোস্টে এখন অনেক ছাগুই লেদাইতে আসবে। সো বি কেয়ারফুল।

১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫২

অভদ্র চিন্তাবিদ বলেছেন: হা হা, আসুক দেখি। কেমন লেদায়??

৬| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১০

মিঃ অলিম্পিক বলেছেন: হা হা হা জটিল। Fb তে এটা অনেকবার দেখেচি......

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

অভদ্র চিন্তাবিদ বলেছেন: গানটি সর্বপ্রথম নকল করেছিলাম ২০১৪ সালে। ফেসবুক ও অনলাইনে গানটি ব্যাপক চর্চা হয়। অনেকেই গানটি নিজস্ব মতধারায় এডিট করে পোস্ট করেছিলেন।
ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খাইরান।

৭| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:০৮

হাবিবুর রাহমান বাদল বলেছেন: চমৎকার, খুব ভাল লাগল। চালিয়ে যান।

১০ ই জুন, ২০১৬ রাত ১০:২০

অভদ্র চিন্তাবিদ বলেছেন: যাজাকাল্লাহ খাইরান। মুল্যবান মতামতের জন্য শুকরিয়া।

৮| ১০ ই জুন, ২০১৬ রাত ১০:৪১

মোস্তফা ভাই বলেছেন: জেমসের সুন্দর গানটাকে কুলাংগারদের নাম নিয়ে না পচাইলে হই্তো না?

১১ ই জুন, ২০১৬ রাত ৩:১২

অভদ্র চিন্তাবিদ বলেছেন: কুলাংগারের মত মন্তব্যটা না করলে হত না??

৯| ১১ ই জুন, ২০১৬ রাত ১২:০৪

ক্লান্ত রিয়াদ বলেছেন: জেমসের গানটা পরিবর্তন করার অধিকার আপনাকে কে দিয়েছে?? এইসব ফালতুমি করার কোন মানে আছে? X(

১১ ই জুন, ২০১৬ রাত ৩:১৩

অভদ্র চিন্তাবিদ বলেছেন: না চুলকাইলে ভাল্লাগেনা??

১০| ১১ ই জুন, ২০১৬ রাত ৩:৪৬

মোস্তফা ভাই বলেছেন: এই লেখক তো দেখছি রাজাকার, দালাল, জংগী আর শিবিরের সমর্থক। একে পুলিশের রিমান্ডে নেওয়া উচিত।

১১ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৯

অভদ্র চিন্তাবিদ বলেছেন: আপনারে আন্ডা থেরাপি দেওয়া দরকার। ফাইজলামির আর জায়গা পান না!

১১| ১১ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৭

সম্রাট৯০ বলেছেন: সবকিছুর প্রতিবাদ হয়না, এই ব্লগারের কাজের কথারও না।বাদ দিন তাকে তার মত থাকতে দিন। সময় হলে সব নিজ থেকেই বুঝবে, তখন হয়তো আর সময় থাকবেনা।

১১ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৬

অভদ্র চিন্তাবিদ বলেছেন: জ্বী আপনি অনেক বুঝেছেন দেখছি। আসলে সময়ে বলে দিবে কারা সঠিক ছিল।

১২| ১১ ই জুন, ২০১৬ সকাল ১১:২২

এ আর রোহান বলেছেন: অনেক দিন আগে যখন এফবিতে এই গান টা পড়েছিলাম, খুব ইচ্ছা হচ্ছিল লেখক কে একটা ধন্যবাদ জানাতে,,কিন্তু এফবিতে তো কপি-পেষ্ট এর ছড়াছড়ি তাই আর দেয়া হলো না।
খুব ভাল লাগল ভাইয়া।অসংখ্য ধন্যবাদ, জাজাকাল্লাহু খাইর

১১ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৭

অভদ্র চিন্তাবিদ বলেছেন: আপনাকে ও অসং্খ্য ধন্যবাদ। যাজাকাল্লাহ খাইরান।

১৩| ১১ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: একটা ভাঙা নোবেল আপনার প্রাপ্য!

১১ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৯

অভদ্র চিন্তাবিদ বলেছেন: সাধুর হাত থেকে নোবেল পাওয়া ও কম কি!! চাই সেটা ভাংগাই হোক না কেন?

১৪| ১১ ই জুন, ২০১৬ দুপুর ১:৩১

ক্লান্ত রিয়াদ বলেছেন: সম্রাট৯০ বলেছেন: সবকিছুর প্রতিবাদ হয়না, এই ব্লগারের কাজের কথারও না।বাদ দিন তাকে তার মত থাকতে দিন। সময় হলে সব নিজ থেকেই বুঝবে, তখন হয়তো আর সময় থাকবেনা। ভাল বলেছেন। এই প্রজাতি কিছু সময় পরে বুঝতে পারে তারা যে আবাল ছিল।

১১ ই জুন, ২০১৬ দুপুর ১:৫০

অভদ্র চিন্তাবিদ বলেছেন: আর আপনাদের মত ডিজিটাল আবালদের আমরা আরো আগ থেকেই চিনেছি।

১৫| ১১ ই জুন, ২০১৬ দুপুর ২:০৫

Shorif Jhenuk বলেছেন: গানটা ভালো। নকলটাও খারাপ হয়নি। তবে প্রাণের বাংলাকে নিয়ে লেখা গানে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারীর উপস্থিতি দেখে লজ্জিত।

১১ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৫

অভদ্র চিন্তাবিদ বলেছেন: স্বাধীনতার ইতিহাস আমাদের বড়ই করুন। আজ সত্যিকার রাজাকার ও মুক্তিযোদ্ধার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। দেশপ্রেমিক খুজে পাওয়া আজ দুস্কর। আমি নকল করেছি অন্য একটা উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে এদেশের ইসলামিক দলগুলোকে এক কাতারে নিয়ে আসা। আপনাকে অসং্খ্য ধন্যবাদ। যাজাকাল্লাহ খাইরান।

১৬| ১১ ই জুন, ২০১৬ দুপুর ২:০৫

আমি দেলোয়ার বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ভালো লাগলো।

১১ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৬

অভদ্র চিন্তাবিদ বলেছেন: যাজাকাল্লাহ খাইরান

১৭| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: :)

১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৫

অভদ্র চিন্তাবিদ বলেছেন: হুম :

১৮| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪২

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: লজ্জা! লজ্জা!

১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

অভদ্র চিন্তাবিদ বলেছেন: লুংগি খুইলা চোখ বাঁধেন। লজ্জা লাগবে ন!

১৯| ১১ ই জুন, ২০১৬ রাত ১১:১২

মোস্তফা ভাই বলেছেন: আপনার নাম ঠিকানা দেন, পুলিশে খবর দিবো। আমার বিশ্বাস আপনি জংগীবাদের সাথে জড়িত।

১২ ই জুন, ২০১৬ রাত ১:৪০

অভদ্র চিন্তাবিদ বলেছেন: লুল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.