নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুই দিনের এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির

অভদ্র চিন্তাবিদ

হক্ব কথা বলি। তাই অনেকের কাছে আমি অভদ্র।

অভদ্র চিন্তাবিদ › বিস্তারিত পোস্টঃ

চাপাতি রহস্য কফিনে মুড়িয়ে ফাহিমের বিদায়! কলংকমুক্ত হল বাংলাদেশ!

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩২


শিক্ষককে হত্যার উদ্দেশ্যে কোপানো ফাহিমকে গ্রেফতারের পর "চাপাতি গ্রুপ" চিহ্নিত হবে এই আশায় যখন সারা দেশ অপেক্ষা করছে তখনি শুনলাম ফাহিম আর নেই। যুদ্ধের ময়দানে সে নিহত। হাতকড়া নিয়ে ও লড়াই!! সিনেমার গল্প ও এত রসালো হয় না! থলের বিড়াল আর বের হল না! কলংকমুক্ত হল সোনার বাংলাদেশ!
এদিকে ফাহিম হত্যার পর ফেসবুক সহ অনলাইনে চলছে নানা পতিক্রিয়া। আসুন দেখে নেই কে কি বলছেন।
সাব্বির জনি লিখেছেন,
শিক্ষককে হত্যার উদ্দেশ্যে কোপানো ফাহিমকে কোন পুলিশ গ্রেফতার করেনি, তাকে ধরেছিল সাধারণ জনগন। যথারীতি পুলিশ তাকে গুলি করে খুন করেছে। এর কারণ খুবই স্পষ্ট। ফাহিমের দেয়া স্বীকারোক্তি থেকে বেড়িয়ে পরবে চলমান হত্যাকাণ্ডে সরকার এবং সরকারের পৃষ্ঠপোষক রাষ্ট্রের গোয়েন্দা সংস্থ্যার সংশ্লিষ্টতা।
ময়েনউদ্দিন লিখেছেন,
রিমান্ডে থাকা আসামি গোলাম ফায়জুল্লাহ ফাহিম (১৯) পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন? হায়রে বোকার দল। রিমান্ডে থাকা অবস্থায় সে অস্ত্র পেল কোথায় থেকে? বাংলা সকল সিনেমার গল্পকে হার মানায়!
এমাদুল্লাহ লিখেছেন,
হাত করা থাকা অবস্হায় কিভাবে যুদ্ধ করল? পুলিশ আগে ফাহিমকে সেইফ করে নিজেরা অন্যদের সাথে যুদ্ধ করার কথা!! আর যত বন্দুক যুদ্ধ হয় সব জায়গাই খালী হাত করা ওলারা ঐ নিহত হয়। তা সবসময় রাতে? এত বড় বড় বুন্দুক যুদ্ধ হয় কিন্তু কোন পুলিশ সদস্য আহত ও হয় না! বাহ কি চমৎকার! আমরা আম পাবলিক কিছুই বুঝি না!
এম ওবাইদুর রহমান লিখেছেন,
যা ভেবেছিলাম তাই হলো । পুলিশ মাদারীপুরের হাসপাতালে ফাহিমের লাশ পৌছে দিয়েছে। এ সময় লাশের হাতে হাতকড়া ও বুকের বাম পাশে রক্তাক্ত জখম দেখা গেছে।
ট্যার্গেট কিলিং এর এই আসামীকে কিন্তু পুলিশ ধরেনি ধরেছিল জনতা। আমরা আশা করেছিলাম এবার হয়ত এই গ্যাং কে চিন্হিত করা যাবে। তবে আশংঙ্কাও ছিল। ফাহিমকে নিয়ে গতকালের নিউজ ছিল সে পুলিশকে বিভান্ত কর যাচ্ছে। আবার কিছু পত্রিকা লিখেছিল ইসরাইলের মোসাত আর শিবিরের সংগে নাকি ফহিমের যোগাযোগ আছে ! ফাহিম বেচে থাকলে কার লস হত সেটা নিশ্চয় জনতা ভেবে দেখবে। আমাদের হাত বাধা, চোখ বাধা কিন্তু আমরা উপলোব্দি করতে পারছি অনেক বড় ঝুকিতে আছে প্রিয় মাতৃভূমি। একমাত্র আল্লাহর খাস রহমত ছাড়া এই জাতির উদ্ধারের আর কোন পথ নেই।
ঘোর সরকার-বান্ধব হিসেবে সুপরিচিত প্রথম আলোর কমেন্ট গুলোতেও ( যদিও সরকার বিরোধী মন্তব্য এডিট করে প্রচার করা হয় ) পাঠক প্রতিক্রিয়া একই রকম।
নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন,
এই বাচ্চা ছেলেটাকেও মেরে ফেলল
তবে কি তার কাছে অনেক তথ্য ছিল?
রবিউল রানা লিখেছেন,
দারুন স্ক্রিপ্ট। সিনেমাটার নাম কি?

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪২

অপরিচিত সেই আমি বলেছেন: ব্যাপার না, ঐটারেও আমার বিচ্ছিন্ন ঘটনা বলে ধরে নিলাম! তবে সরকারি দল আর বিরোধী দল এখনো কেও কারো উপরে দোষ চাপায় নাই দেইখা খুব অবাক লাগতাছে! X((

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫১

অভদ্র চিন্তাবিদ বলেছেন: এক্ষেত্রে চুপ থাকার মধ্যেই উভয়ের কল্যান। সেটাই মনে হচ্ছে।
ধন্যবাদ আপনাকে।

২| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩২

মিস্টার কিলবিল বলেছেন: বাহ! হুল ফোটার আগেই কলি শেষ

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৩

অভদ্র চিন্তাবিদ বলেছেন: ফুটলেইতো ওরা শেষ। ধন্যবাদ আপনাকে

৩| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫০

রশি বলেছেন: সাপ ও মরল লাঠি ও ভাংগল না

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৪

অভদ্র চিন্তাবিদ বলেছেন: এটাই আওয়ামী রাজনীতির মুল অস্ত্র। ধন্যবাদ আপনাকে।

৪| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অত্যন্ত দু:খজনক।

ন্যায় বিচারের মৌলক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হল! খুবই অন্যায়।

১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০০

অভদ্র চিন্তাবিদ বলেছেন: রাজনীতিরে ভাই! সব রাজনীতি। এদেশে ন্যায় বিচার কেউ পায় না।
ধন্যবাদ আপনাকে।

৫| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

নতুন বলেছেন: ক্রসফায়ারের নামে এই রকমের হত্যা একটা দেশে হলে তাকে সভ্য দেশ বলে কিভাবে?

আর একে ধরলো জনগন ...আর গুলি করে মারলো পুলিশ!!!!!

কাকে বাচাতে এই হত্যা? :(

১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

অভদ্র চিন্তাবিদ বলেছেন: কাকে বাঁচাতে এই হত্যা?
এই প্রশ্নের কোন জবাব আছে?
ধন্যবাদ আপনাকে #নতুন।

৬| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ খেলার শেষ কোথায়?

১৮ ই জুন, ২০১৬ রাত ৮:১২

অভদ্র চিন্তাবিদ বলেছেন: সেটা তো রেফারি বলতে পারবে। আমরা দর্শকরা কেমতে কমু।

৭| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১০:২৮

মোস্তফা সোহেল বলেছেন: বাংলা চলচিত্রে অবদান আরও বাড়ল এই ঘটনায়

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৭

অভদ্র চিন্তাবিদ বলেছেন: হ্যা ভাই, নতুন স্ক্রিপ্ট যোগ হল।
ধন্যবাদ আপনাকে।

৮| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১১:০৪

মহসিন ৩১ বলেছেন: ড্রাগসের কারবারি আর সরকারি লিস্টের সন্ত্রাসী এদের মধ্যে কার দিকে tolerance বেশি দেখায় পুলিশে ।

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৯

অভদ্র চিন্তাবিদ বলেছেন: ভাইয়া! এখানে কাহিনী অন্যটা মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।

৯| ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

মহা সমন্বয় বলেছেন: চাচা আপন জীবন বাচাঁ

১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

অভদ্র চিন্তাবিদ বলেছেন: তাহলে এই জাতীর জিবন কে বাঁচাবে?

১০| ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

মহা সমন্বয় বলেছেন: এই জাতির রক্ষা নাই, এই জাতি রসাতলে গেসে :P

১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১০

অভদ্র চিন্তাবিদ বলেছেন: জাতির একজন সদস্য হিসাবে আমি আপনি ও কি রসাতলে চলে গিয়েছি? হায় কি কন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.