নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুই দিনের এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির

অভদ্র চিন্তাবিদ

হক্ব কথা বলি। তাই অনেকের কাছে আমি অভদ্র।

অভদ্র চিন্তাবিদ › বিস্তারিত পোস্টঃ

বন্ধ হচ্ছে চাপাতির কোপ!! অচিরেই নিষিদ্ধ হচ্ছে আওয়ামীলীগ ও বিএনপি!!

২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:১১


শিরোনাম দেখে যদি কেউ অবাক হন তাহলে আমি বলব, 'আপনি পাটিগণিত বুঝেন না'। আসুন একটু হিসাব মিলাই।
বাংলাদেশে জিএমবি,হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ সহ যে কয়টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে তাদের হাতে নিহত লোকদের একটা তালিকা করুন। সর্বোচ্চ একশ থেকে দেড়শ হবে ( আমি একটু বাড়িয়েই বললাম)। আর এসব সংগঠন সাধারণত হত্যার সাথেই জড়িত। ডাকাতি, লুটপাট, চাঁদাবাজি এ জাতীয় দেশকে ধ্বংসকারী কাজের সাথে কিন্তু তাদের কোন সম্পর্ক নাই। তবু ও তাদের নিষিদ্ধ করা হয়েছে। দেশের স্বার্থে আমরা সবাই এদের নিষেদাজ্ঞা মেনে নিলাম।
এবার আসুন, স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত আওয়ামীলীগ ও বিএনপির জংগীদের হাতে সর্বমোট কতজন মানুষ খুন হয়েছেন তার একটা হিসাব করি। যদি কম করে ও হিসাব করা হয় তাহলে বছরে গড়ে ৩০০ মানুষ করে খুন হলে ৪৬ বছরে খুন হয়েছেন ২০০ গুন ৪৬ = ৯২০০ জন। (এক্ষেত্রে আমি কমের সং্খ্যাই ধরলাম)।
এছাড়া ডাকাতি, লুটপাট, চাঁদাবাজি সহ হাজারো আকাম-কুকামের মাধ্যমে দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করেছে এসব জংগীরা।
যদি আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে থাকে তাহলে বলুন, 'আওয়ামীলীগ ও বিএনপিকে নিষিদ্ধ করা কি সময়ের দাবি নয়?'
আর যদি এসব দেখার পর ও রাতকানা সেজে কেউ এসকল জংগীদের পক্ষাবলম্বন করে বা তাদের আস্কারা দিয়ে সামনে এগিয়ে নিতে চায় তাহলে আমি বলব, ভাই আপনি একজন দেশের শত্রু, নিকৃষ্ট শয়তান।
আর যদি বলেন, আওয়ামীলীগ ও বিএনপি দেশের উন্নয়ন ও কম করেছে কি?
উত্তরে আমি বলব, ক্ষমতার এই দড়িটা যদি ঐসব জংগী সংগঠন বা অন্য কারো হাতে থাকত তাহলে ওরা দেশকে আরো এগিয়ে নিয়ে যেত।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৬

রশি বলেছেন: ভাল লাগল। যুক্তিসংগত ও সময়উপযোগি লেখা।

২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৭

অভদ্র চিন্তাবিদ বলেছেন: মুল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ

২| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ক্ষমতার এই দড়িটা যদি ঐসব জংগী সংগঠন বা অন্য কারো হাতে থাকত তাহলে ওরা দেশকে আরো এগিয়ে নিয়ে যেত। বাংলা ভাইদের মেরে তাহলে ভুলই হয়েছে। কি বলেন?

২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৫

অভদ্র চিন্তাবিদ বলেছেন: মহোদয় মনে হয় আমার লেখার মর্ম বুঝেন নাই। বাংলা ভাইরা কিন্তু এই আওয়ামীলীগ এর তৈরি আবার তাদের হাতেই ঝুলেছে। এখানে একক ভাবে তাদের কোন কৃত্বিত্ব দেওয়া যায় না। আমার উদ্দেশ্য হচ্ছে যারা কারো খেলনার পুতুল না বনে নিজস্ব চিন্তাধারায় কথিত জংগি সংগঠন গড়ে তুলেছে।

২৩ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৪

অভদ্র চিন্তাবিদ বলেছেন: এখানে জংগিদের দেশ চালানোর ব্যাপারে বলা হয় নি। আওয়ামীলীগ আর বিএনপির আকাম কুকাম বুঝাতে একটা তুলনামূলক হিসাব কষা হয়েছে।

৩| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

মিস্টার কিলবিল বলেছেন: এরা নিষিদ্ধ হলে দেশ এগিয়ে যাবে

২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

অভদ্র চিন্তাবিদ বলেছেন: সেটাই মনে হচ্ছে, ধন্যবাদ

৪| ২৩ শে জুন, ২০১৬ রাত ১:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু ছাত্র রাজনীতি বন্ধ করলেই ৫০% অপরাধ কমে যাবে...

২৩ শে জুন, ২০১৬ রাত ৩:৩০

অভদ্র চিন্তাবিদ বলেছেন: হ্যা ভাইজান! ছাত্র রাজনীতির কারনেই বেশী অপরাধ ঘটছে।

৫| ২৩ শে জুন, ২০১৬ ভোর ৪:২১

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: সহমত......

২৩ শে জুন, ২০১৬ সকাল ৭:৩২

অভদ্র চিন্তাবিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ২৩ শে জুন, ২০১৬ সকাল ৯:২৯

আহলান বলেছেন: সর্বাধিক পঠিত পোষ্টে আমাকে ধরে মন্তব্য মাত্র ৫টি। এমন অসামঞ্জস্য কি দূর করা উচিৎ নয়?

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:১১

অভদ্র চিন্তাবিদ বলেছেন: অনেক পোস্টে দেখা যায় একটা মন্তব্য ও নাই তবু ও সর্বাধিক পঠিতের তালিকায় চলে আসে

৭| ২৩ শে জুন, ২০১৬ সকাল ৯:৫১

জন ঈসা বলেছেন: শিরোনামটা দেখে সত্যিই কুচকে গিয়েছিলাম

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:১২

অভদ্র চিন্তাবিদ বলেছেন: কেন ভাই এরা কি নিষিদ্ধ হতে পারে না।

৮| ২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:০৩

ঢাকাবাসী বলেছেন: চিন্তার ব্যাপার আছে। কথা খারাপ না।

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:১৩

অভদ্র চিন্তাবিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৯| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৪

খোলা মনের কথা বলেছেন: 'আওয়ামীলীগ ও বিএনপিকে নিষিদ্ধ করা কি সময়ের দাবি নয়?' আপনার কথার সাথে আমি সম্পূর্ন একমত। কিন্তু বিড়ালে গলায় ঘন্টা ঝুলাবে কে??? অংক কষার সাথে সাথে আপনার এটাও মনে রাখতে হবে তারা আমাদের দেশীয় মোড়ল। তাদের অংকের সমাধান বের করা এত সহজ না।

২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৮

অভদ্র চিন্তাবিদ বলেছেন: মানলাম ভাই, কিন্ত দেশ তো রসাতলে গেল!!

১০| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩১

রায়হানুল এফ রাজ বলেছেন: 'আওয়ামীলীগ ও বিএনপিকে নিষিদ্ধ করা কি সময়ের দাবি নয়?'
--- বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে???

২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৫

অভদ্র চিন্তাবিদ বলেছেন: এ জাতীর গলায় গোলামির যে ঘন্টা ঝুলে আছে সেটা কি কখনো খুলবে না?

১১| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪১

রায়হানুল এফ রাজ বলেছেন: খোলা তো উচিৎ। সুদিন নিশ্চয় আসবে।

২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৯

অভদ্র চিন্তাবিদ বলেছেন: সেই অপেক্ষায় ______!

১২| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৫

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে???

শিরোনাম দেখে অবাক হইনি, খুশি লাগছিলো। কিন্তু পরে দেখলাম নীট যোগফল শূন্য ই

২৩ শে জুন, ২০১৬ বিকাল ৪:০২

অভদ্র চিন্তাবিদ বলেছেন: আসলে লেখাটার উদ্দেশ্য হচ্ছে বিএনপি, আওয়ামীলীগ আমাদের দেশের জন্য অন্যান্য জংগিদের মতই ক্ষতীকর। আমি জংগিদের দেশ চালানোর ব্যাপারে কিছু বলি নাই।জাস্ট তুলনামূলক একটা হিসাব কষেছি।

১৩| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:২০

জিয়া শামস সাকিব বলেছেন: নিষিদ্ধ করলেই বা কি ?? ওই তো নতুন বোতলে পুরোনো মদ খেতে হবে জনগনের ৷৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.