![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা দু'জন দু'জনকে কথা দিয়েছিলাম,
যদি বাঁচতে হয় এক সাথে বাচঁবো
মরতে হলেও এক সাথে মরবো।
আমি তোমার সব কথা রেখেছি,
ছোট্ট এই জীবনটা একাকী কাটিয়ে দিয়েছি
তোমার জায়গায় অ্ন্য কাউকে আসতে দিইনী।
জীবনে কবু আর নীল রং খুঁজিনী।
শুধু আমি মরতে পারিনি,
বেঁচেআছি তাও তোমার জন্য,
আমি দেখতে চাই,,,,
কতটা সুখি হতে পারো তুমি,
আমি দেখাতে চাই তোমাকে,
তুমি ছাড়াও আমি বাঁচতে পারি।
বেঁচে আছি আমি মহা সুখে,
আমিতো কোনো অপরাধ করিনি,
কাঁদবে যে অপরাধ করেছে সে,,,,,,,।
©somewhere in net ltd.