নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাক্কা ভুত

স্মৃতির খেরোখাতা খুলে দেখো, হয়তো পাবে আমায়।

মামদোভুত

্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্

মামদোভুত › বিস্তারিত পোস্টঃ

প্রত্যক্ষদর্শীর বর্ণণায় হেফাজতের উপর গণহত্যাঃ

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

প্রত্যক্ষদর্শীর বর্ণণায় হেফাজতের উপর গণহত্যাঃ



সেদিন তখন রাত প্রায় দেড়টা।



আমি কলকাতায় আমার রুমে বসে আছি। হঠাৎ প্রচন্ড গোলাগুলি, গ্রেনেড, রকেট লঞ্চার, ফাইটার প্লেন আর কামানের শব্দ! আমিতো প্রচন্ড ভয় পেয়ে গেলাম। খাটের নিচে লুকোলাম।



একটু পরে মনে হল আফগানিস্তান বা পাকিস্তান থেকে আসছে শব্দটা।



কিন্তু ছাদে উঠে দেখি- না, বাংলাদেশের দিক থেকেই আসছে শব্দটা! আমিতো থ হয়ে গেলাম! দু'তলার ছাদ থেকে ভাল করে তাকাতেই দেখি মতিঝিলের শাপলা চত্ত্বরে চারপাশে লাখ লাখ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসার, চৌকিদার, ভারতীয় র, রাশিয়ান তাস, আমেরিকান সৈন্য, ন্যাটো, ব্ল্যাক ক্যাট, বি এস এফ ঘিরে ধরেছে আমাদের হেফাজতি ভাইদের!



প্রত্যেকটা বিল্ডিঙয়ের ছাদে ১০/১২টা করে মিগ২৯ কামান আর আনসারের স্নাইপার স্যুটার। আকাশে মুহূর্মুহু উড়ছে একে৪৭ বিমান। আর একটু পরেই শাপলা চত্বরের মাঝে দাঁড়িয়ে আছে ফ্যাসিবাদী হাসিনা।



হাসিনার হাতে লাল রঙের রুমাল ছিল। সেই রুমাল হাত থেকে ফেলে দিতেই একাধারে কামান, গ্রেনেড, জেট বিমান থেকে বোমা বর্ষণ করা হচ্ছিল।



একেকজন পুলিশ তাদের পিস্তল দিয়ে এক বুলেটেই একসাথে ১০০ থেকে ১৫০ জনকে হত্যা করছিলেন।



১৫ মিনিট পরে সব ঠান্ডা! ফ্যাসিবাদী হাসিনা তখন একটি বাইসাইকেলে চড়ে হিন্দি ছবি জিস্‌ম্‌ ২ এর একটি গান শিস দিয়ে গাইতে গাইতে এলাকা ত্যাগ করে।



কাহিনী এখানেই শেষ নয়! যাবেন না প্লিজ!



পরে আমি গুনে দেখলাম ওখানে নারীপুরুষ সবমিলে ৩১ লাখ লাশ! যা ৭১ এর ৩০ লাখকেও ছাড়িয়ে গেছে!



একটু পরে দেখলাম শত শত আফ্রিকার মানুষখেকো মানুষ সেই লাশগুলো একটি একটি করে খেয়ে ফেলছে। অবশেষে ৩২ টি লাশ স্বাদ লাগেনি বলে তারা খায়নি। আর এই ৩২ লাশের খবরই টিভিতে জানতে পারছি আমরা।



আর এভাবেই আমি সেদিন চোখের সামনে দেখি মানবজাতির ইতিহাসে সবচেয়ে ভয়ংকরতম "গণহত্যা" যা হিটলারের নাৎসি বাহিনীকেও হার মানায়।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

এম. মাসুদ আলম. বলেছেন:

২| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

দখিনা বাতাস বলেছেন: ++++++++ :)

৩| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

বৃক্ষ বলেছেন: :|

৪| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মাইন রানা বলেছেন: একজন মরলেও মানুষ ২ জন মরলেও মানুষ!! মানুষের লাশ সংখ্যা দিয়ে হিসেব করবেন না।
আর মানুষের মৃত্যু নিয়ে মশকারা!!! আপনারা আর যাই হোন আসলে মানুষ না!!

যাদের স্বজন মারা গেছে তাঁদের কথা ভাবুন। ভাবুন এই মৃত্যু একদিন আপনার বাবা মা বা নিজের উপরেও আসবে সেটা স্বাভাবিক হোক আর অন্যভাবে হোক। তখন কেমন লাগবে সেটা কল্পনা করুন।

০৭ ই মে, ২০১৩ রাত ১০:৩১

মামদোভুত বলেছেন: :'( :'( :'( :'( :'( :'(

৫| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

এম. মাসুদ আলম. বলেছেন: সৌদী গেজেটের রিপর্টে ৩০জন মারা যাওয়ার কথা বলা হয়েছে।
View this link
জামাত শিবির কমেন্টে ২৫০০ লিখে তাদেরকে মিথ্যা প্রচারে উৎসাহিত করার চেষ্টা করছে।

৬| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

বলশেভিক বলেছেন: মালুর বাচ্চা অফ যা।২ দিন পরে তোদের ঘেটু পিতা মোদির পোদের মাঝে ঠাই নিয়েও পার পাবি না।

০৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৪

মামদোভুত বলেছেন: ha ha ha! শিবিরের বাচ্চা অন যা! :P

৭| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: মাইন রানা বলেছেন: একজন মরলেও মানুষ ২ জন মরলেও মানুষ!! মানুষের লাশ সংখ্যা দিয়ে হিসেব করবেন না।
আর মানুষের মৃত্যু নিয়ে মশকারা!!! আপনারা আর যাই হোন আসলে মানুষ না!!

যাদের স্বজন মারা গেছে তাঁদের কথা ভাবুন। ভাবুন এই মৃত্যু একদিন আপনার বাবা মা বা নিজের উপরেও আসবে সেটা স্বাভাবিক হোক আর অন্যভাবে হোক। তখন কেমন লাগবে সেটা কল্পনা করুন।

০৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৪

মামদোভুত বলেছেন: আহারে! :(

৮| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:১২

কাফের বলেছেন: পুলিশ বিজিবির ৩ জন মারা গেছে এবং শত শত আহত হইছে পুলিশের উপর হামলা করছে কারা? পুলিশের উপর হামলা হবে আর তারা বসে বসে আঙ্গুল চুসবে নাকি? পুলিশ নিরব থেকে গুলি না চালাইলে একজন পুলিশও বেচে থাকতো কি না সন্দেহ হচ্ছে।

৯| ১০ ই মে, ২০১৩ দুপুর ১২:২৩

মাজহারুল হুসাইন বলেছেন: কাফের বলেছেন: পুলিশ বিজিবির ৩ জন মারা গেছে এবং শত শত আহত হইছে পুলিশের উপর হামলা করছে কারা? পুলিশের উপর হামলা হবে আর তারা বসে বসে আঙ্গুল চুসবে নাকি? পুলিশ নিরব থেকে গুলি না চালাইলে একজন পুলিশও বেচে থাকতো কি না সন্দেহ হচ্ছে।>>>কিন্তু গুলি হলেও একজনও মরেনি ।

১০| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: জটিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.