নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।
নারী
এক যুগে নারী আছিল দাসী, আজি পুরুষ হয়েছে দাস!
আমার মতো লাক্ষো পুরুষ বন্দী ঘরে আজি,
আর ঘরের নারী করে দুনিয়ার কাজ!!
এই দুঃখ রাখি কোথা বলো, দুনিয়ার অবিবাহিত মজলুম পুরুষ রাজাধিরাজ!!!
রূপ-রস-মধু-গন্ধে ভরা নারী দেহ কর্মের ফাঁদে,
আর কর্ম প্রিয়ো পুরুষ দেহ পড়ে আছে অলসে !!!
আজ নারী ঘুমাই খাটেতে, পুরুষ ঘুমাই ছোফাই!
নারী আজি মাঠে ঘাটে বাজারে , পুরুষ নরম শয্যায়!
পুরুষের নাই কাজ, আর নারীর নাই লাজ।
আমার মতো পুরুষদের আজ নাই শ্বশুর বাড়ি,
রূপে টসটস নারীরা ধরেছে পতিতালয়ে পাড়ি!
সরকার বাহাদুর কিছু করেন তাড়াতাড়ি।।
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯
মামদুদুর রহমান বলেছেন: জী ধন্যবাদ! ঠিক বলেছেন। সময় বদলাবে, সময়ের গতিতে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সরে যাচ্ছিনাতো????
যে স্বাধীনতা মেয়েদের অনেক নিচে নামাচ্ছে সেই স্বাধীনতার কি কোন দরকার আছে???
২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আসলে একটু বেশি চিন্তা করি। চিন্তক ডাকতে পারবেন। আমি চিন্তা করে সত্যাসত্য জেনেছি, নারীরা সবসময় স্বাধীন, নররা পরাধীন। তার প্রমাণ, আদম (আঃ)কে কে বাধ্য করেছিলেন গন্দম খাওয়ার জন্য? গতানু-গতিক ভাবে আমরা এখনও অনুগত। অনুগত্যের আসল কারণ, কাম।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১০
মামদুদুর রহমান বলেছেন: জী আমিও আপনার সঙ্গে কিছুটা একমত । তবে নারীর কাছে নর পরাধীন শুধুই কাম এর জন্য নয়। ভালবাসার জন্যও!
৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪
বানেসা পরী বলেছেন: আল্লাহ্র গজব পড়ব। দ্যাখসোনি কি কান্ড!
যে পুরুষ খাওয়াইল, পড়াইল আবার জন্মও দিল সেই পুরুষরে নিয়া এত ছিনিমিনি!!!
মন খারাপ কইরেন না ভাই। আল্লাহ্ উপরে আছেন। তবে বর্তমান সরকারী বা বিরোধী দলের কাছে সুবিচার আশা কইরেন না। দুই মহিলা এসব পাত্তা দিব না। আপনার এই সমস্যার সঠিক বিচার এরশাদ সরকার করতে পারে।
পথভ্রষ্টদের আল্লাহ্ হেদায়েত করুক, আমিন।
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪
মামদুদুর রহমান বলেছেন: হা হা হা! ঠিক বলেছেন দুই নারী পারবে না। তবে এরশাদ কাকু একটা উপাই করতে পারবে মনে করি। আপনিই বলেন যেই নর এতো দিন এতো কিছু করলো নারীর জন্য , এর সেই নর কে নিয়ে এমন করা কি ঠিক??
পথভ্রষ্টদের আল্লাহ্ হেদায়েত করুক
৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩
হাফিজ হুসাইন বলেছেন: সহমত। নারীরা আজ কর্মক্ষেত্রে পুরুষের প্রধান প্রতিধন্ধী হয়ে উঠেছে
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০১
মামদুদুর রহমান বলেছেন: আমি আসলে বলতে চেয়েছি যে, যে কাজ নারী দ্বারা করানো ঠিক না বা নারী যে কাজের জন্য উপযোগী না সেই কাজও নারীর দ্বারা করানো ঠিক না। নর এর কাজ নর করবে এর নারীর কাজ নারী করবে এইটা হওয়া উচিৎ। কিন্তু এখন তা হচ্ছে না, উলটটা হচ্ছে।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮
আবু তালেব শেখ বলেছেন: যে স্ত্রী স্বামীর বিরুদ্ধাচারণ করে তাকে তাকে বরখাস্ত করা আবশ্যক
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৪
মামদুদুর রহমান বলেছেন: বরখাস্ত!!!!! ভালো বলেছেন। তবে একটু সময় কিন্তু দেওয়াই যেতে পারে, নিজেকে সংশোধন করার জন্য, কি বলেন????
৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১০
আবু তালেব শেখ বলেছেন: শোধরানোর সুযোগ অবশ্যই তার প্রাপ্য।
সোজা পথে না আসলে তখন ব্যবস্হা।
খুব সুন্দর ভাবে কবিতায় ফুটিয়ে তুলেছেন সাম্প্রতিক নারীদের কু কার্য সমুহ
ভাল লাগলো
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৭
মামদুদুর রহমান বলেছেন: শোধরানোর সুযোগ অবশ্যই তার প্রাপ্য।
সোজা পথে না আসলে তখন ব্যবস্হা। হা হা বেপক বলেছেন।
তারা কিন্তু দুর্বলের দুর্বল মানে একটু বেপার করলেই সোজা হয়ে যায়। ব্যবস্থা কিন্তু খুব কঠিন নেয়া উচিৎ হবেনা।
ধন্যবাদ!!
আসলো কার্য বললে ভালো হতোনা!! কু কার্য কথাটা কেমন যেন কু কু ভাব থাকে।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চিন্তার কারণ নেই, সময় বদলে, সময় আবার বদলাবে।
স্বাধীনতার দাম দিতে হয়।