নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।
অহ জীবন! তোমার হাতের সর্বনাশা দুই চুড়ি!
তোমার হাত ছাড়া কি কোন হাত খুঁজে পাইনি চুড়ি দুটো???
জানিতো চুড়িতে সাজাই ভালো হাত, কিন্তু তোমার দু হাতে চুড়ি না থাকলে ,
কতো না ভালো লাগতো আমার মনে!
জানতাম চুড়ি হাত সাজাই ,মন রাঙ্গাই, হৃদয় দুলাই!
কিন্তু জানতাম না যে, সেই চুড়িই আবার মন কাঁদাই!
আহ! কি সর্বনাশি না করলো আমার! তোমার দু হাতের চুড়ি দুটো!
©somewhere in net ltd.