নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।
কদর
রাসুল (সঃ) রমযানের শেষের দশ দিনের বিজোড় রাতগুলিতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। কেউ যদি একবার লাইলাতুল কদররে রাত পেয়ে যাই তাহলে সে হাজার মাসের ইবাদতের সওয়াব পেয়ে যাবে। তাই রমযানের ২১,২৩,২৫,২৭,২৯ এই রাতগুলিতে আমাদের বেশী বেশী আল্লাহ্র ইবাদত করতে হবে। লাইলাতুল কদর সর্ম্পকে কোরআনে একটি সুরা আছে ।
সুরা কদরের বাংলা অনুবাদঃ
১।আমি এ গ্রন্থ টি নাযিল করেছি এক মর্যাদাপূর্ণ রাতে,
২।তুমি কি জানো সে মর্যাদাপূর্ণ রাতেটি কি?
৩।মর্যাদাপূর্ণ এ রাতটি হাজার মাসের চেয়ে উত্তম ;
৪। এতে ফেরেশতা ও রুহ (জিবরাঈল) তাদের মালিকের সব ধরনের আদেশ নিয়ে যমীনে অবতরণ করে,
৫। প্রশান্তি নিয়ে, তা ঊষার আবির্ভাব পর্যন্ত অব্যাহত থাকে।
২| ১১ ই জুন, ২০১৮ দুপুর ২:১০
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন:
৩| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩১
লাবণ্য ২ বলেছেন: সুন্দর পোস্ট।
৪| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: গত অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের প্রায় দুই হাজার কোটি টাকার লোকসান হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
ট্রেনের টিকেট কাটতে কাউন্টারে গেলে সব সময়ই একটি কথাই শুনতে হয় -- "টিকেট নেই, শেষ হয়ে গেছে"। এরপর ব্ল্যাকে ২০০টাকার টিকেট ৪০০টাকা দিয়ে কিনতে হয়! তারপরও ১৮৫২ কোটি টাকা লস্!!
বাহ্, বাংলাদেশ এগিয়ে যাও, জনগণ পিছিয়ে থাকো!!!
রেলের লোকজনের কি ধর্ম নাই?
৫| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: গত অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের প্রায় দুই হাজার কোটি টাকার লোকসান হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
ট্রেনের টিকেট কাটতে কাউন্টারে গেলে সব সময়ই একটি কথাই শুনতে হয় -- "টিকেট নেই, শেষ হয়ে গেছে"। এরপর ব্ল্যাকে ২০০টাকার টিকেট ৪০০টাকা দিয়ে কিনতে হয়! তারপরও ১৮৫২ কোটি টাকা লস্!!
বাহ্, বাংলাদেশ এগিয়ে যাও, জনগণ পিছিয়ে থাকো!!!
রেলের লোকজনের কি ধর্ম নাই?
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:০২
আবু সাকিব মাহমুদ বলেছেন: আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের লাইলাতুল কাদর পাওয়ার তাওফিক দান করুন।