নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা,দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা, দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

মামদুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

Mouth painter ibrahim mollik

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৬

সব গুলি ছবি মুখ দিয়ে আঁকা। তার জীবনের করুন এক ইতিহাস আছে। অন্য কোন দিন লিখবো আজ শুধু তার আঁকানো ছবি গুলি দিলাম।


[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/mamdud/mamdud-1574964407-a5687a3_xlarge.জপগ

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তোমরা জাহান্নামের অগ্নি থেকে নিজকে রক্ষা কর
এক টুকরা খেজুরের বিনিময়ে হলেও।
[ সহীহ বুখারী – ৬১১৭ ]

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৫

মামদুদুর রহমান বলেছেন: দেখেন উনার হাত পা কিছুই কাজ করে না। উনার টাকাতে ঊনার সংসার চলে। ছবি আকে যা টাকা পাই তাতে চলে সংসার। তাও যদি না করে তাহলে সে কেমন চলবে বলেন। লক্ষ্য করলে দেখবেন কাদের ছবি আঁকাচ্ছে এখন। সে খুব অসুস্থ এখন তার আর্থিক সাহায্যের দরকার কিন্তু কেউ নাই পাশে। তাই ছবি গুলি আঁকিয়ে এম পির কাছে দিয়েছে আশা যারা সাহায্যেএখনো মিলেনাই। ধর্ম এখন কি বলে?

২| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো শেয়ার।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৭

মামদুদুর রহমান বলেছেন: ধন্যবাদ

৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

রুমী ইয়াসমীন বলেছেন: অসাধারণ প্রতিভা!!!
শিল্পী তার প্রতিভার যথাযথ মূল্য পাক ও তার অসহায়ত্ব জীবন ঘুচে যাক এই শুভকামনা করি।
সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরা তার পাশে এগিয়ে আসুক এই প্রত্যাশা করি।

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০২

মামদুদুর রহমান বলেছেন: আসলে কেউ তার পাশে দাঁড়ায় না। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে এমন ছবি আঁকা। কিন্তু কেউ সেই ভাবে তাকে আর্থিক সাহায্যে এগিয়ে আসেনি। সরকারি ততবির এর আসায় এই ছবি গুলি আঁকানো। তারাও সুধু আশা দেয়, সাহায্যে নাই। উনি খুবি অসুস্থ এখন।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: একজন প্রতিভাবান শিল্পী।।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৫

মামদুদুর রহমান বলেছেন: কিন্তু এমন প্রতিভার দাম এই দেশে নাই। এমন প্রতিভা এই দেশে অভিশাপ।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ ভালো লাগলো পোস্টটি। শুধুমাত্র মুখ দিয়ে রং তুলির ব্যবহারে এমন ছবি কল্পনাও করা যায় না।
পোস্টটিতে লাইক ।

শুভেচ্ছা নিয়েন।

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:০১

মামদুদুর রহমান বলেছেন: ধন্যবাদ। জি সত্যিই মুখ দিয়ে এমন সুন্দর ছবি আঁকানো অনেক কঠিন কাজ। বাস্তবে ছবি আঁকানো দেখলে আর ভালোলাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.